দেশে আংশিকভাবে খুলছে স্কুল, কেন্দ্রের গাইডলাইন অনুযায়ী দেখে নিন স্বাস্থ্যবিধি

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : আনলকের ৪ পর্যায়ে আজ অর্থাৎ ২১শে সেপ্টেম্বর থেকে কেন্দ্রের নির্দেশের ভিত্তিতে আংশিকভাবে স্কুল চালু করার অনুমতি দেওয়া হয়েছে রাজ্যগুলিকে। সেইমতো দেশের বিভিন্ন রাজ্যে আংশিকভাবে খুলছে স্কুল। স্বাস্থ্যবিধি মেনে ৫০ শতাংশ শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের নিয়ে নবম-দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের অভিভাবকদের অনুমতি সাপেক্ষে উপস্থিতির অনুমতি দেওয়া হয়েছে। তবে কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে স্কুল খোলার এই নির্দেশ বাধ্যতামূলক নয়।

Advertisements

কেন্দ্রের নির্দেশিকা কী বলছে?

Advertisements

স্কুলের প্রবেশপথে থার্মাল স্ক্রিনিং রেখে শিক্ষক, অশিক্ষক কর্মীদের ও পড়ুয়াদের তাপমাত্রা মাপতে হবে। একমাত্র উপসর্গহীনদেরই স্কুলে ঢোকার অনুমতি দেওয়া হবে। সব ক্লাসরুম স্যানিটাইজ করতে হবে। বিশেষকরে যেগুলি কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে চিহ্নিত করা হয়েছিল সেগুলিকে বিশেষভাবে জীবাণুমুক্ত করতে হবে।

Advertisements

পড়ুয়া থেকে শিক্ষক অথবা অশিক্ষক কর্মীদের সবার জন্যই মাস্ক বাধ্যতামূলক। কোনো পড়ুয়া স্কুলে আসতে চাইলে তাকে অবশ্যই অভিভাবকের সম্মতিপত্র দেখাতে হবে। ৫০ শতাংশ পড়ুয়া নিয়ে স্কুল চললেও পাশাপাশি একইভাবে চলবে অনলাইন ক্লাস।

এর পাশাপাশি কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে, স্কুলের মেস, ক্যান্টিন, জিম ও সুইমিং পুল বন্ধ থাকবে। স্কুলের মধ্যে খোলা জায়গা থাকলে ক্লাসরুমের পরিবর্তে সেখানে ক্লাস করানো যেতে পারে। সবার চোখে পড়ে এমন স্থানে রাজ্য সরকারের স্বাস্থ্য সম্পর্কিত হেল্পলাইন নম্বর রাখতে হবে।

এছাড়াও জানানো হয়েছে ছিটকিনি বা সিঁড়ির হাতলের মত যে জিনিস, যেগুলিকে বারবার স্পর্শ করা হয় সেগুলিকে বারবার জীবাণুমুক্ত করতে হবে। জীবাণুমুক্ত করতে হবে পানীয় জলের জায়গা ও শৌচাগারও। ক্লাসরুম স্যানিটাইজ করার জন্য ১ শতাংশ হাইপোক্লোরাইট সলিউশন, মোছার জন্য অ্যালকোহল এবং স্যানিটাইজারের উপলব্ধতা নিশ্চিত করতে হবে। স্কুলে এমন কোনো অনুষ্ঠানের আয়োজন করা যাবে না যাতে এক স্থানে অনেকে একত্রিত হন। কম্পিউটার, প্রিন্টারের মত শিক্ষা সম্পর্কিত উপকরণ বারবার জীবাণুমুক্ত করতে হবে। কোনো বিদ্যালয়ে এয়ার কন্ডিশনার ব্যবহার হলে তার তাপমাত্রা ২৪ থেকে ৩০ ডিগ্রির মধ্যে রাখা বাধ্যতামূলক।

বয়স্ক, অন্তঃসত্ত্বা অথবা যাঁদের শারীরিক পরিস্থিতি ভালো নয়, এমন কর্মীদের বিশেষ স্বাস্থ্য সুরক্ষা নিতে হবে। সরাসরি পড়ুয়াদের মুখোমুখি হতে হয়, এমন কাজ থেকে তাঁদের বিরত রাখতে হবে।

কোন কোন রাজ্য স্কুল খুলছে?

অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, মধ্যপ্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, অসম, নাগাল্যান্ডে আংশিকভাবে স্কুল খোলা হচ্ছে। বাকি রাজ্যগুলির মধ্যে বেশকিছু রাজ্য এখনও সিদ্ধান্ত নেয়নি।

কোন কোন রাজ্য স্কুল খুলছে না?

গুজরাত, উত্তরপ্রদেশ, কেরল, উত্তরাখণ্ড, দিল্লি, পশ্চিমবঙ্গ, গোয়াতে ২১ তারিখ থেকে স্কুল খোলা হচ্ছে না।

পশ্চিমবঙ্গে স্কুল কবে খুলবে?

পশ্চিমবঙ্গের স্কুল কলেজ খোলা নিয়ে ইতিমধ্যেই রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, যেভাবে হুহু করে করোনা সংক্রমণ বাড়ছে, সেই পরিস্থিতিতে এখন কোনোভাবেই স্কুল খোলা হবে না। তিনি জানিয়েছেন, ছেলে মেয়েদের স্বাস্থ্য নিয়েই তারা বেশী চিন্তিত। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল থাকছে। পরিস্থিতির ওপর নজর রেখে কবে স্কুল খোলা হবে তা আগাম জানিয়ে দেওয়া হবে।

Advertisements