নিজস্ব প্রতিবেদন : বিশ্বজুড়ে ১২৫ টির বেশী দেশে ছড়িয়ে পড়ার পর সম্প্রতি ভারতেও থাবা বসিয়েছে কোরোনা ভাইরাস। এর প্রভাবকে রুখতে নানান রকমের সতর্কতা ইতিমধ্যেই জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।এবার আরও একটি সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র। যেহেতু আমরা জানি হাঁচি কাশি বা থুথু থেকে এই জীবাণুর সংক্রমণ ঘটে তাই এই সংক্রমণকে রোখার জন্য অভিনব সিদ্ধান্ত নিল গুজরাট প্রশাসন।
গুজরাট সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কেউ কোনো উন্মুক্ত জায়গায় থুতু ফেললে এবার তাকে ৫০০ টাকা জরিমানা গুনতে হবে। গুজরাটে এখনও পর্যন্ত কোরোনা সংক্রমণের সন্ধান পাওয়া না গেলেও পুরো বিশ্বের পরিস্থিতি বুঝে আগে ভাগেই সাবধানতা অবলম্বন করছে গুজরাট সরকার।
গুজরাটের রাজ্য স্বাস্থ্য সচিব জানান, প্রকাশ্যে থুতু ফেলার বিষয়টি রোধ করার জন্য বেশ কয়েকদিন ধরেই ভাবনাচিন্তা করছিল প্রশাসন। এই বিষয়ে পুর প্রধান ও জেলাশাসকদের সাথেও কথাবার্তা চালাচ্ছিল স্বাস্থ্য সচিব। অবশেষে এই জরিমানা ধার্য করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
ইন্ডিয়ান এপিডেমিক অ্যাক্ট আইন (১৮৯৭) অনুযায়ী জেলা ও পুরো প্রশাসনের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে নির্দেশ, বিশেষ পরিস্থিতিতে রোগ প্রতিরোধ করার জন্যও বিশেষ ক্ষমতা দেওয়া হয়। এছাড়াও গুজরাট হাইকোর্টের নির্দেশ অনুসারে গত শুক্রবার থেকেই হাইকোর্ট ক্যাম্পাসে সুরক্ষার জন্য বিশেষ নির্দেশনামা জারি করা হয়েছে। যেসব অনুষ্ঠান পিছিয়ে দেওয়া সম্ভব ছিল তাও ইতিমধ্যে পিছিয়ে দেওয়া হয়। বিমান বন্দরের ক্ষেত্রেই সতর্কতার সাথে যাত্রীদের পরীক্ষা করা হচ্ছে।