Handfuls of pain killer are life-threatening: ব্যথা থেকে মুক্তি পেতে অনেকেই আছেন যারা মুঠো মুঠো পেইন কিলারের আশ্রয় নিয়ে থাকেন। দাঁতে ব্যথা হোক, কিংবা আর্থ্রারাইটিসের ব্যথা অথবা মহিলাদের ঋতুকালীন সমস্যার ব্যথা সবকিছুতেই কথায়-কথায় পেইনকিলার ‘মেফটাল’ (Pain Killer)খেয়ে থাকেন অনেকেই। আপনি ভাবছেন এরফলে মুক্তি পাচ্ছেন যন্ত্রণা থেকে। কিন্তু, এই ওষুধের প্রভাব মারাত্মক হতে পারে। সেই কারণেই সতর্কতা জারি করেছে ইন্ডিয়ান ফার্মাকোপিয়া কমিশন (IPC)।
প্রসঙ্গত আপনার জেনে নেওয়া দরকার যে, বিভিন্ন চিকিৎসকেরা গাঁটে-গাঁটে ব্যথা, প্রদাহ, জ্বর এবং দাঁতের ব্যথা থেকে রিউমাটয়েড আর্থারইটিস, অস্টিওআর্থারাইটিস, ডিসমেনোরিয়ার চিকিৎসায় ব্যথানাশক হিসাবে কিন্তু ‘মেফটাল’(Pain Killer)প্রেসক্রাইব করে থাকেন।
ইন্ডিয়ান ফার্মাকোপিয়া কমিশন সতর্কবার্তায় জানিয়েছে যে, ব্যথানাশক ওষুধ হিসাবে বহু চিকিৎসক প্রেসক্রাইব করে থাকেন ‘মেফটাল’(Pain Killer), কিন্তু এর ব্যবহারে শরীরে নানা রকম প্রতিক্রিয়া ঘটতে পারে। DRESS উপসর্গের সৃষ্টি হচ্ছে বলে প্রাথমিক নিরীক্ষণে ধরা পড়েছে।
আরও পড়ুন ? কোন কোন স্টেশনে খুলছে ওষুধের দোকান, দেখে নিন তালিকা, রয়েছে বাংলার একাধিক স্টেশন
DRESS উপসর্গ বলতে আপনি কি বোঝেন? আসলে এটি হলো অ্যালার্জি, শরীরে ব়্যাশ, জ্বরে আক্রান্ত হওয়ার ব্যাপার। মেফটালে (Pain Killer) যেসব উপাদান আছে সেগুলি হলো মেফেনামিক অ্যাসিড, ইওসিনোফিলিয়া, আসলে এই ধরনের উপাদান শরীরে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। মূলত, মেফটাল গ্রহণের দু-আট সপ্তাহ পরই এই ধরনের নানান উপসর্গ দেখা যাচ্ছে।
IPC এইসব কারণের জন্য মেফটাল খাওয়ার বিষয়ে সতর্কতা অবলম্বন করতে বলেছেন। যদি এই ধরনের ওষুধ খাওয়ার পরে শরীরে কোনরকম বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে অবিলম্বে রোগী ও তাদের পরিবারকে কেন্দ্রের কাছে রিপোর্ট দেওয়ার পরামর্শ দিয়েছে IPC। কমিশনের অধীনে PvPI-এর জাতীয় সমন্বয় কেন্দ্রের ওয়েবসাইট www.ipc.gov.in বা অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ ADR PvPI-এর মাধ্যমে আপনি রিপোর্ট করতে পারবেন। এছাড়া PvPI-এর হেল্পলাইন নম্বর ১৮০০-১৮০-৩০২৪-এ ফোন করেও আপনার যাবতীয় সমস্যার কথা আপনি জানাতে পারবেন।