সাংসদ পদের বেতন এই বিশেষ কাজে ব্যবহার করবেন হরভজন সিং

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ২২ গজে নিজের আধিপত্য দেখানোর পর এবার হরভজন সিং পা রেখেছেন রাজনীতির ময়দানে। রাজনীতির ময়দানে পা রাখার পরই তাকে মানবিকতার নজির দেখাতে লক্ষ্য করা গেল। জানিয়ে দিলেন, রাজ্যসভার সাংসদ হিসাবে তিনি যে বেতন পাবেন সেই বেতন এই বিশেষ কাজে লাগাবেন।

Advertisements

গত মাসেই জানা গিয়েছিল হরভজন সিং আম আদমি পার্টির সমর্থনে রাজ্যসভার প্রার্থী হচ্ছেন। প্রার্থী হওয়ার পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি সাংসদ নির্বাচিত হন। আর সেই সাংসদ নির্বাচিত হওয়ার পর তিনি একজন সাংসদ হিসাবে বেতনের টাকা কি কাজে লাগাবেন তা জানিয়ে দিলেন।

Advertisements

হরভজন সিং এই বিষয়ে টুইট করে জানিয়েছেন, তিনি পাঞ্জাবের মেয়েদের উন্নতি এবং নারী কল্যাণে পাশে দাঁড়াতে চান। শনিবার তিনি বলেন, পাঞ্জাবের কৃষক পরিবারের মেয়েদের শিক্ষা এবং উন্নয়নের জন্য নিজের সাংসদ হিসাবে পাওয়া বেতনের টাকা কাজে লাগাবেন। এর পাশাপাশি তিনি জানান, দেশের উন্নতির জন্য তিনি যথাসম্ভব চেষ্টা করবেন।

Advertisements

এই বিষয়ে তিনি যে টুইট করেছেন তাতে লিখেছেন, “রাজ্যসভার সাংসদ হিসেবে আমি আবার সাংসদ খাতের জন্য বরাদ্দ বেতন কৃষকদের কন্যা সন্তানের শিক্ষা ও উন্নতিকল্পের জন্য দান করতে চাই। দেশের উন্নতির শপথ নিয়েই রাজনীতিতে যোগ দিয়েছিলাম। তাই সেটাই আমার লক্ষ্য। জয় হিন্দ।”

এছাড়াও পাঞ্জাবের খেলাধুলার উন্নতির জন্য তিনি বিশেষ নজর দিতে শুরু করেছেন। তিনি জানিয়েছেন, তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা তিনি যথাসম্ভব পূরণ করার চেষ্টা চালাবেন। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, পাঞ্জাবের শেষ বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি সেখানকার শাসক দল কংগ্রেসকে ধরাশায়ী করে বিপুল ভোটে জয়লাভ করে। ১১৭টি আসনের মধ্যে ৯২টি আসনে জয়লাভ করে তারা।

Advertisements