নিজস্ব প্রতিবেদন : বর্তমান ভারতীয় ক্রিকেট দলের যে সকল তারকা রয়েছেন তাদের মধ্যে অন্যতম তারকা হলেন হার্দিক পান্ডিয়া। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব ক্ষেত্রেই তাকে অনবদ্য পারফরমেন্স করতে দেখা যায় এবং তার এই পারফরমেন্সের দৌলতে বহুবার ভারতীয় দল জয়যুক্ত হয়েছে। সেই রকমই নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে তার অনবদ্য পারফরমেন্স দেখা গেল।
ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় এক দিবসীয় ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছিল রায়পুরে। এই ম্যাচে ভারতীয় বোলারদের বোলিং দাপট ছিল চোখে পড়ার মতো। ভারতীয় বোলারদের বোলিং দাপটের দৌলতে নিউজিল্যান্ডের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১০৮ রানে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো হার্দিক পান্ডিয়ার একটি ক্যাচ এই ম্যাচে আলাদা নজর কেড়েছে।
বাজ পাখির মত একহাতে হার্দিক পান্ডিয়া ওই কাজটি নিয়ে নিউজিল্যান্ডের ওপেনিং ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরান। ক্যাচটি এতটাই অবিশ্বাস্য ছিল যে ডেভন কনওয়ে তা বিশ্বাস করতে পারেননি এবং কয়েক মুহুর্ত উইকেটে দাঁড়িয়ে থাকেন। নিজের চোখে দেখা সেই ক্যাচ কার্যত তিনি বিশ্বাস করতে পারছিলেন না।
হার্দিক পান্ডিয়া এমন অবিশ্বাস্য ক্যাচটি নেন নিউজিল্যান্ডের নবম ওভারে। ওই ওভারে হার্দিক পান্ডিয়ার বলে ডেভন কনওয়ে সামনের দিকে খেলতে যান। কিন্তু যতটা বাউন্স তিনি আশা করেছিলেন ততটা পাননি। বল সামান্য হাওয়ায় ভাসে এবং ভারতীয় ক্রিকেট দলের অন্যতম ফিল্ডার হিসেবে পরিচিত হার্দিক পান্ডিয়া ঝুঁকে সেই ক্যাচ নিয়ে নেন।
𝗪𝗛𝗔𝗧. 𝗔. 𝗖𝗔𝗧𝗖𝗛! 😎
Talk about a stunning grab! 🙌 🙌@hardikpandya7 took a BEAUT of a catch on his own bowling 🔽 #TeamIndia | #INDvNZ | @mastercardindia pic.twitter.com/saJB6FcurA
— BCCI (@BCCI) January 21, 2023
ক্যাচটি খুব কঠিন থাকলেও যেভাবে হার্দিক পান্ডিয়া, তা তালুবন্দী করেছেন তা দেখে প্রথমে সবাই ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকেন। এমনকি উইকেটের পিছনে দাঁড়িয়ে থাকা ঈশান কিষান অবাক হয়ে বেশ কিছুক্ষণ দেখেন। তারপর যখনই ক্যাচ নিশ্চিত হয় তখন তাকে চিৎকার করতে করতে হার্দিক পান্ডিয়ার দিকে যেতে দেখা যায়।