CDS: ভারতমাতার রক্ষার্থে এবং ভারতমাতার সন্তানদের ভালো ও সুন্দর জীবন যাপনের সুবিধা দিতে প্রতিনিয়ত দায়িত্ব পালন করে চলেছেন ভারতীয় প্রতিরক্ষা বাহিনী। এবার সেই প্রতিরক্ষা তরফে সুখবর দিল ভারতমাতার সন্তানদের। দেশ পেল নতুন CDS। অর্থাৎ চিফ অফ ডিফেন্স স্টাফ পদে নিয়োগ হল ভারতের নতুন প্রতিরক্ষা প্রধান। যা দেশের দ্বিতীয় সর্বোচ্চ পদ বলে অভিহিত করা হয়। কোন সম্মানীয় ব্যক্তি পেলেন ভারতের এই সম্মানীয় পদ?
খবর অনুযায়ী, ভারতের সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রধান নিয়োগ করা হয়েছে। আর সেই প্রতিরক্ষা প্রধান (CDS) হিসেবে ভারতে নিযুক্ত হয়েছে অ্যাডমিরাল রাধাকৃষ্ণন হরি কুমার। বলা যায় নতুন সিডিএস পেল দেশ। তবে এর পূর্বে তিনি নিযুক্ত ছিলেন নাভাল স্টাফের প্রধান হিসেবে। বর্তমানে ভারতের সিডিএস পদে নিযুক্ত হয়ে প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ পদ গ্রহণ করেছেন হরি কুমার বাবু। কি পরিচয় তার?
জানা গিয়েছে, কেরলের তিরুবনন্তপুরমের বাসিন্দা হরি কুমারবাবু। ১৯৬২ সালের ১২ই এপ্রিল জন্মগ্রহণ করেন তিরুবনন্তপুরমে। সেখান থেকেই পড়াশোনা করে বড় হওয়া হরি বাবুর। তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়। শৈশবে স্কুলের পড়াশোনা শেষ করেন থাঞ্জাভুরের সেক্রেড হার্ট কনভেন্ট স্কুলে। পরবর্তীতে উচ্চ বিদ্যালয়ে পড়াশুনার জন্য ভর্তি হন কার্মেল কনভেন্ট এবং মন্নম মেমোরিয়াল হাই স্কুলে। তারপর উচ্চ শিক্ষার জন্য প্রি-ডিগ্রি কোর্স করেন তিরুবনন্তপুরমের গভর্নমেন্ট আর্টস কলেজ থেকে।
আরও পড়ুন: ভারত সরকারের নতুন উদ্যোগে সোনায় সোহাগা ডেলিভারি বয়দের
তবে এখানেই পড়াশোনা শেষ নয়, স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রিও অর্জন করেন তিনি। ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে যোগ দেন ১৯৭৯ সালে। তারপর তিনি ১৯৮১ সালে স্নাতক ডিগ্রী অর্জন করেন দিল্লির জহরলাল নেহেরু কলেজ থেকে। অপরদিকে মাস্টার ডিগ্রী উত্তীর্ণ হন লন্ডনের কিংস কলেজ থেকে। পরবর্তীতে এমফিলও করেন হরি বাবু। পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমাও রয়েছে তার। আমেরিকার রোড আইল্যান্ডে নাভাল স্টাফ কোর্স করেন ১৯৯৬ সালে। তারপর যোগ দেন লন্ডনের রয়েল অব ডিফেন্স স্টাডিতে। সালটা ছিল ২০০৯। শিক্ষার ভান্ডারে ভর্তি হরি বাবুর জীবন।
পড়াশোনার সাথে সাথেই তিনি নিজের পায়ের মাটি শক্ত করার দিকে লক্ষ্য দেন। প্রথম ভারতীয় নৌসানায় যোগ দেন হরি বাবু। সালটা ছিল ১৯৮৩এর ১লা জানুয়ারি। তিনি প্রথম INS রঞ্জিতের গানারি অফিসার হিসেবে ছিলেন। তারপর IMS রণবীর এবং INS কুঠারের অফিসার হিসেবে কাজ করেছেন। পরবর্তীতে INS বিপুলের এক্সিকিউটিভ অফিসার হিসেবেও ছিলেন হরি বাবু। এইসবের পর ২০২১ সালের ৯ই নভেম্বর যোগ দেন চিফ অফ নাভাল স্টাফ পদে। প্রায় তিন বছর অর্থাৎ ২০২৪এর ৩০শে এপ্রিল পর্যন্ত এই পদের দায়িত্ব পালন করেছেন হরি বাবু। তবে সম্প্রতি চিফ অফ ডিফেন্স স্টাফ পদে (CDS) দেশের নতুন দায়িত্ব পেলেন হরি কুমারবাবু।