নিজস্ব প্রতিবেদন : ইদানিংকালে সেলফি তোলার অধিকাংশ মানুষের কাছেই ট্রেন্ডিং হয়ে দাঁড়িয়েছে। যে কারণে ট্রেন্ডিংয়ে এসেছে সেলফি জোন (Selfie Zone)। ঘুরতে যাওয়ার জন্য কোন জনপ্রিয় জায়গা হোক অথবা কোন শহর, অধিকাংশ জায়গাতেই এখন এমন সেলফি জোন তৈরি হতে দেখা যাচ্ছে। সেলফি জোন তৈরি হওয়ার ক্ষেত্রে সব জায়গাতেই দেখা যায় ‘ভালবাসা’ শব্দটিকে জড়িয়ে দিতে।
তবে এর থেকে একেবারেই আলাদাভাবে রাজ্যের একটি জায়গায় তৈরি হলো নতুন সেলফি জোন। আর সেই সেলফি জোন তৈরি হয়েছে কোন ভালোবাসার শব্দ অথবা চিহ্নের মাধ্যমে নয় বরং ‘হাওয়াই চপ্পল’-এর মাধ্যমে। সেখানে কংক্রিটের বিরাট একটি হাওয়াই চপ্পল তৈরি করা হয়েছে এবং সেই জায়গাকেই সেলফি জোন (Hawai chappal Selfie Zone) হিসেবে নির্বাচিত করা হয়েছে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাওয়াই চপ্পল নিয়ে রাজনীতি থেকে শুরু করে বিভিন্ন মঞ্চে নানান আলোচনা হয়। যে কারণে এই হাওয়াই চপ্পল সেলফি জোনটি আলাদা মাত্রা এনে দিয়েছে। এমন সেলফি জোনের বিষয়টি সামনে আসতেই সবার মধ্যে শুরু হয়েছে কৌতুহল! কোথায় তৈরি হলো এমন সেলফি জোন আর সেখানে যদি যাওয়া হয় তাহলে অন্যান্য কি কি দর্শনীয় স্থান দেখতে পাওয়া যাবে?
এমন হাওয়াই চপ্পল সেলফি জোন তৈরি করা হয়েছে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের একটি বেসরকারি পর্যটন কেন্দ্রে। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা পর্যটকদের কাছে জনপ্রিয় হওয়ার পাশাপাশি এই নাগড়াকাটা ব্লকও অত্যন্ত জনপ্রিয়। এই পর্যটন কেন্দ্রটি জনপ্রিয় হওয়ার পিছনে আরও একটি বড় কারণ হলো, এখানে উল্টো বাড়ি দেখা যায়। জানা যাচ্ছে, হাওয়াই চপ্পল সেলফি জোন তৈরি করার পিছনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা লুকিয়ে রয়েছে।
এছাড়াও ওই সেলফি জোনে যে হাওয়াই চপ্পল তৈরি করা হয়েছে সেটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের হাওয়াই চপ্পলের অনুকরণে বলেও জানা গিয়েছে। ইতিমধ্যেই এই সেলফি জোনের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল। এখানকার ছবি ভাইরাল হওয়ার পাশাপাশি এখন দূরদূরান্ত থেকে বহু পর্যটকরা সেখানে আসছেন কেবলমাত্র ছবি তোলার লোভে।