Bank Penalty: RBI-এর কোপে দুই জনপ্রিয় বেসরকারি ব্যাঙ্ক, জরিমানা খেল ২.৯১ কোটি টাকা

Shyamali Das

Updated on:

Advertisements

বাংলাএক্সপি ডেস্কঃ নিয়ম অমান্য করলেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) কোপে করতে দেখা যায় দেশের সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলিকে। ঠিক সেই রকমই এবার ২.৯১ কোটি টাকার জরিমানার (Bank Penalty) মুখে পড়ল দুটি জনপ্রিয় বেসরকারি ব্যাঙ্ক। যে দুটি বেসরকারি ব্যাঙ্কের নাম ভারতীয়দের মুখে মুখে ঘুরে বেড়ায়।

Advertisements

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে দেশের প্রতিটি রাষ্ট্রায়ত্ত্ব ও বেসরকারি ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলির উপর নজরদারি চালানো হয় যাতে করে কোথাও কোন অনিয়ম না ঘটে। যাতে করে বেনিয়মের কারণে সাধারণ নাগরিকদের কষ্টার্জিত টাকা নিয়ে কোনো রকম সমস্যা না হয়। আর এসবের পরিপ্রেক্ষিতেই নজরদারি চালানোর পাশাপাশি কোথাও কোনো রকম অসংগতি দেখলেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওই সকল আর্থিক প্রতিষ্ঠানের উপর কড়া পদক্ষেপ গ্রহণ করে।

Advertisements

এবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে যে দুটি ব্যাঙ্কের উপর আর্থিক জরিমানা করা হয়েছে সেই দুটি ব্যাঙ্ক হল অ্যাক্সিস ব্যাঙ্ক এবং এইচডিএফসি ব্যাঙ্ক। দুটি ব্যাঙ্কই বেসরকারি ব্যাঙ্ক হলেও ভারতীয় নাগরিকদের কাছে খুব জনপ্রিয় এবং এই দুটি ব্যাঙ্কে কোটি কোটি মানুষের অ্যাকাউন্ট রয়েছে। যে কারণে এমন জরিমানার খবর ছড়িয়ে পড়তেই সাধারণ গ্রাহকদের মধ্যে কৌতুহল শুরু হয়েছে কেন এমনটা হল?

Advertisements

আরও পড়ুন : GST on Online Payment: এবার অনলাইন পেমেন্টের ক্ষেত্রেও দিতে হতে পারে জিএসটি, নির্ধারণ করা হলো অনলাইন পেমেন্টের নির্দিষ্ট সীমা

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে নিয়মমাফিক যে স্টান্ডার্ড রক্ষা করার জন্য বলা হয় সেই বিষয়টি রক্ষা না করার কারণেই এমন জরিমানা করা হয়েছে। ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট অমান্য করার জন্য অ্যাক্সিস ব্যাঙ্ককে ১.৯১ কোটি টাকা জরিমানা করা হয়েছে। অ্যাক্সিস ব্যাঙ্কের উপর যে সকল অভিযোগ রয়েছে সেগুলি হল ডিপোজিটের ওপর সুদের হার, কেওয়াইসি, কৃষির উপর ঋণদান সহ বিভিন্ন নিয়ম অমান্য করা হয়েছে।

অন্যদিকে এইচডিএফসি ব্যাঙ্কের উপর এক কোটি টাকা জরিমানা করা হয়েছে। এইচডিএফসি ব্যাঙ্কের উপর জরিমানা করার ক্ষেত্রে যে সকল বিনিয়ম পাওয়া গিয়েছে সেগুলি হল সুদের হার, কাস্টমার সার্ভিস প্র্যাকটিস ইত্যাদি। তবে এই সকল ব্যাঙ্কের উপর যে জরিমানা করা হয়েছে সেই জরিমানার প্রভাব সাধারণ গ্রাহকদের উপর পড়বে না।

Advertisements