১ জানুয়ারি থেকে নতুন নিয়ম চালু করছে HDFC ব্যাঙ্ক

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতে প্রতিনিয়ত বেড়েই চলেছে ডিজিটাল লেনদেন। গত কয়েক বছর ধরেই ডিজিটাল লেনদেন বৃদ্ধি করার জন্য কেন্দ্র বিভিন্ন পদক্ষেপ নেয়। তবে এই ডিজিটাল লেনদেন সবচেয়ে বেশি বৃদ্ধি পায় ২০২০ সাল থেকে। অন্যদিকে এই ডিজিটাল লেনদেন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সমানতালে বেড়ে চলেছে প্রতারণামূলক ঘটনা।

Advertisements

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রাহকদের এমন প্রতারণামূলক ঘটনার হাত থেকে প্রতিনিয়ত রক্ষা করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। এই সকল পদক্ষেপের পরিপ্রেক্ষিতেই দেশের অন্যতম সুপরিচিত কর্পোরেট ব্যাঙ্ক HDFC ব্যাঙ্ক ১ জানুয়ারি থেকে একটি নতুন নিয়ম চালু করতে চলেছে।

Advertisements

ব্যাঙ্কের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ১ জানুয়ারি থেকে তারা তাদের প্রতিটি গ্রাহকের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড সহ অন্যান্য তথ্য মার্চেন্ট ওয়েবসাইট অথবা অ্যাপ থেকে মুছে ফেলা হবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ঘোষণা থেকেই দেশের জনপ্রিয় এই কর্পোরেট ব্যাঙ্ক এমন সিদ্ধান্ত নিয়েছে।

Advertisements

এর ফলে যখন এই ব্যাঙ্কের কোন গ্রাহক কোন অনলাইন ওয়েবসাইট অথবা অ্যাপ থেকে নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনবেন তখন তাদের নতুন করে কার্ডের বিবরণ দিতে হবে। এছাড়াও তারা টোকেন সিস্টেম চালু করতে পারে বলেও মনে করা হচ্ছে। টোকেন সিস্টেম চালু করার বিষয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অনুমতি রয়েছে।

টোকেনাইজেশন হলো এমন একটি ব্যবস্থা যা কার্ডের ডিটেলস প্রদানের বিকল্প পদ্ধতি। এর মাধ্যমে আসল কার্ডের বিবরণ না দিয়ে পরিবর্তে অন্যান্য কোড ডিটেলস ব্যবহার করা হয়। এই পদ্ধতি আগেই ব্যবহার করার জন্য ২০১৯ সালে জানিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই সকল ব্যবস্থা গ্রহণ করে প্রতারণামূলক ঘটনা থেকে রক্ষা পেতে পারেন গ্রাহকরা বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল।

Advertisements