HDFC Bank Credit Card: এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের নিয়মে বদল, এবার খরচ বাড়বে গ্রাহকদের

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে ভারতের মতো দেশে বহু নাগরিক রয়েছেন যাদের হাতে হাতে পৌঁছে গিয়েছে ক্রেডিট কার্ড (Credit Card)। ক্রেডিট কার্ড ব্যবহার করার ক্ষেত্রে বিভিন্ন সুবিধা যেমন আগে পেমেন্ট করে পরে টাকা পরিশোধ করা, কেনাকাটার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ছাড় পাওয়া ইত্যাদি থাকার ফলে দিন দিন ক্রেডিট কার্ডের জনপ্রিয়তা বাড়ছে। আবার যে সকল গ্রাহকরা ক্রেডিট কার্ড ব্যবহার করেন তাদের অনেকের কাছেই রয়েছে এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড (HDFC Bank Credit Card)।

এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড যে সকল গ্রাহকদের কাছে রয়েছে তাদের জন্য এবার একটি খারাপ খবর সামনে এসেছে। যে খারাপ খবরটি হল, এইচডিএফসি ক্রেডিট কার্ডের নিয়মে বদলানোর কারণে এবার গ্রাহকদের পকেট থেকে বাড়তি টাকা খসবে। বিভিন্ন ক্ষেত্রে ব্যাঙ্কের তরফ থেকে চার্জ বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১) যে সকল এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড হোল্ডাররা রয়েছেন তারা যদি থার্ড পার্টি যে সকল অ্যাপ যেমন ক্রেড, মোবিকুইক, ফ্রিচার্জ, ফোন পে, গুগল পে ইত্যাদি অ্যাপের মাধ্যমে ভাড়া পরিশোধ করে থাকেন তাহলে তাদের ১ শতাংশ চার্জ দিতে হবে। এই চার্জ তিন হাজার টাকা পর্যন্ত হতে পারে।

২) ভাড়া পরিশোধ করা ছাড়াও জ্বালানি লেনদেনের ক্ষেত্রেও ১ শতাংশ চার্জ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৫ হাজার টাকার কম লেনদেনের ক্ষেত্রে কোন চার্জ দিতে না হলেও ১৫ হাজার টাকার উপরে লেনদেন হলেই চার্জ দিতে হবে। সর্বাধিক তিন হাজার টাকা পর্যন্ত চার্জ নেওয়া হতে পারে এক্ষেত্রেও।

৩) ইউটিলিটি লেনদেন ফি প্রদানের ক্ষেত্রেও নিয়মে বদল আনা হচ্ছে। ৫০০০০ টাকা পর্যন্ত ইউটিলিটি লেনদেনের ক্ষেত্রে কোন চার্জ নেওয়া হবে না। তবে ৫০ হাজার টাকার বেশি হলেই এক শতাংশ চার্জ বসানো হবে এবং সর্বোচ্চ চার্জ হতে পারে তিন হাজার টাকা।

৪) আন্তর্জাতিক মুদ্রা লেনদেনের ক্ষেত্রেও নিয়মে বদল আনা হচ্ছে এবং গ্রাহকদের এই ধরনের লেনদেনের ক্ষেত্রে ৩.৫ শতাংশ মার্কআপ চার্জ নেওয়া হবে।

৫) স্কুল হোক অথবা কলেজ ইত্যাদির ক্ষেত্রে ফি দেওয়ার জন্য যদি সরাসরি কার্ড ব্যবহার না করে থার্ড পার্টি বিভিন্ন অ্যাপের মাধ্যমে পেমেন্ট করা হয় তাহলে এক শতাংশ চার্জ বসানো হবে। এক্ষেত্রেও সর্বাধিক ৩০০০ টাকা পর্যন্ত চার্জ নেওয়া হবে।

আরও পড়ুন 👉 FD Interest Rate: দেখতে দেখতে টাকা হবে দ্বিগুণ! প্রায় ১০% সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক

৬) ক্রেডিট কার্ডের বিল সঠিক সময়ে পেমেন্ট না করা হলে ১০০ টাকা থেকে ১৩০০ টাকা পর্যন্ত ফি নেওয়া হবে। কত টাকা পেমেন্ট বাকি রয়েছে তার উপর নির্ভর করে কাটা হবে গ্রাহকদের থেকে টাকা।

৭) কেনাকাটার পর যদি মোট মূল্য ইএমআই এর মাধ্যমে দিতে চান গ্রাহকরা তাহলে তার জন্য ২৯৯ টাকা প্রসেসিং ফি দিতে হবে। প্রসেসিং ফির সঙ্গে দিতে হবে জিএসটি।

নতুন এই সকল নিয়ম অবশ্য এখনই কার্যকর হচ্ছে না। এই সকল নিয়ম কার্যকর হওয়ার ক্ষেত্রে এখনো হাতে এক মাস সময় রয়েছে। এইচডিএফসি ব্যাংকের ওয়েবসাইটে যাওয়া তথ্য থেকে জানা যাচ্ছে আগামী ১ আগস্ট ২০২৪ থেকে নতুন এই সকল নিয়ম কার্যকর হবে।