এই ব্যাঙ্কে লোন নেই তো, একধাক্কায় বাড়িয়ে দিল সুদের হার

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশজুড়ে লাগামছাড়া নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির ক্ষেত্রে লাগাম টানতে অর্থাৎ মুদ্রাস্ফীতির উপর লাগাম টানতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট বৃদ্ধি করে। ৪ শতাংশ থেকে বেড়ে রেপো রেট দাঁড়ায় ৪.৪০ শতাংশ। অর্থাৎ রেপো রেট বৃদ্ধি করা হয় ৪০ বেসিস পয়েন্ট।

Advertisements

এই রেপো রেট বৃদ্ধির ফলে লোনের উপর সুদের হার বৃদ্ধি পাবে তা আগেই জানানো হয়েছিল। সেইমতো বিভিন্ন ব্যাংক তাদের লোনের উপর সুদের হার বৃদ্ধি করতে শুরু করে। এবার একইভাবে দেশের অন্যতম জনপ্রিয় কর্পোরেট ব্যাংক এইচডিএফসি ব্যাংক তাদের গ্রাহকদের নেওয়া ঋণের উপর সুদের হার বৃদ্ধি করল।

Advertisements

এইচডিএফসি ব্যাংক তাদের ঘোষণা অনুযায়ী লোনের ওপর ৩৫ বেসিস পয়েন্ট সুদ বৃদ্ধি করেছে। লোনের উপর এই সুদ বৃদ্ধি করার কারণে স্বাভাবিকভাবেই যে সকল গ্রাহকরা গৃহঋণ, গাড়ি ঋণ অথবা অন্য কোনো ঋণ নিয়েছেন তাদের মাসে মাসে ইএমআই দেওয়ার ক্ষেত্রে খরচ বাড়বে।

Advertisements

নতুন করে সুদের হার ধার্য করার পর এক মাসের MCLR ৭.৫৫ শতাংশ। তিন মাস এবং ছয় মাসের MCLR যথাক্রমে ৭.৬০ শতাংশ এবং ৭.৭০ শতাংশ করা হয়েছে। ৭ জুন অর্থাৎ মঙ্গলবার থেকে নতুন এই সুদের হার ধার্য করা হয়। গত কয়েকদিন আগে থেকেই নতুন এই সুদের হার ধার্য হবে বলে জানা যাচ্ছিল। সেই আশঙ্কাই সত্যি হলো মঙ্গলবার।

৭ জুন ২০২২ থেকে নতুনভাবে ধার্য করা সুদের হার অনুযায়ী MCLR মেয়াদ অনুযায়ী ওভারনাইটের ক্ষেত্রে ৭.৫০ শতাংশ, ১ মাসের ক্ষেত্রে ৭.৫৫ শতাংশ, ৩ মাসের ক্ষেত্রে ৭.৬০ শতাংশ, ৬ মাসের ক্ষেত্রে ৭.৭০ শতাংশ, ১ বছরের ক্ষেত্রে ৭.৮৫ শতাংশ, ২ বছরের ক্ষেত্রে ৭.৯৫ শতাংশ, ৩ বছরের ক্ষেত্রে ৮.০৫ শতাংশ।

Advertisements