নিজস্ব প্রতিবেদন : মাস খানেক আগেই পর পর দুবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট বৃদ্ধি করার পর গত সপ্তাহের শুক্রবার ফের রেপো রেট বৃদ্ধি করেছে। নতুন করে রেপো রেট বৃদ্ধি করার পর স্বাভাবিকভাবে আশঙ্কা করা হচ্ছিল লোনের উপর সুদ বাড়ানো হবে। সেই আশঙ্কাকে সত্যি করে শনিবার ICICI, PNB ব্যাঙ্ক সুদ বৃদ্ধি করে। আর এবার একই পথে হাঁটলো দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি ব্যাংক HDFC ব্যাঙ্ক।
বেসরকারি এই ব্যাংকের তরফ থেকে এক ধাক্কায় ১০ বেসিস পয়েন্ট সুদ বৃদ্ধি করা হয়েছে। ব্যাংকের এই সিদ্ধান্তের ফলে যে সকল গ্রাহকদের গাড়ি-বাড়ি সহ বিভিন্ন ক্ষেত্রে লোন রয়েছে তাদের ইএমআই এবার বাড়তে চলেছে। ব্যাংকের এই ঋণের উপর সুদের হার বৃদ্ধি করার ফলে অনেক ঋণ গ্রহীতাদের মাথায় হাত পড়তে শুরু করেছে।
HDFC ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে, তাদের এমসিএলআর বৃদ্ধি করার পর বর্তমানে যা ৭.৭০ শতাংশ ছিল তা এখন বেড়ে দাঁড়িয়েছে ৭.৮০ শতাংশ। নতুন এই সুদের হার কার্যকর হচ্ছে ৮ আগস্ট থেকে। সুদের ক্ষেত্রে নতুন যে হিসাব দেওয়া হয়েছে এই ব্যাংকের তরফ থেকে তা দেখে নেওয়া যাক।
১ মাসের ক্ষেত্রে MCLR রয়েছে ৭.৮০ শতাংশ, ৩ মাসের ক্ষেত্রে MCLR হয়েছে ৭.৮৫ শতাংশ, ৬ মাসের ক্ষেত্রে এই রেট ৭.৯৫ শতাংশ, ১ বছরের জন্য MCLR রয়েছে ৮.১০ শতাংশ, ২ বছরের ক্ষেত্রে MCLR রয়েছে ৮.২০ শতাংশ ও ৩ বছরের জন্য MCLR রয়েছে ৮.৩০ শতাংশ।
এর আগেও রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে রেপো রেট বৃদ্ধি করার পর দুবার এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে তাদের এমসিএলআর বৃদ্ধি করা হয়েছিল। জুন মাসের ৭ তারিখ ৩৫ বেসিস পয়েন্ট এবং জুলাই মাসের ৭ তারিখ ২০ বেসিস পয়েন্ট এমসিএলআর বৃদ্ধি করেছিল এইচডিএফসি ব্যাংক।