নিজস্ব প্রতিবেদন : স্নাতক পাস করা চাকরিপ্রার্থীদের walk-in-interview পদ্ধতিতে নিয়োগের জন্য দেশের অন্যতম বাণিজ্যিক ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক একটি বিজ্ঞপ্তি দেয়। যে বিজ্ঞপ্তিটি পরে ভাইরাল হওয়ার পাশাপাশি বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে ওঠার মূল কারণ হলো, বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে, ‘২০২১ সালে স্নাতক পাশ করা পড়ুয়ারা চাকরির ইন্টারভিউয়ে যোগ দিতে পারবেন না’।
শুনতে অবাক লাগলেও এমনই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এইচডিএফসি ব্যাঙ্কের মাদুরাই শাখা। এমনকি এই ঘটনাকে কেন্দ্র করে যেভাবে বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে তাতে শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে বক্তব্য রাখতে হয়েছে ব্যাঙ্কের মুখপাত্রকে। করোনাকালে মূলত যখন দেড় বছরের বেশি সময় ধরে স্কুল-কলেজ বন্ধ সেই সময় ব্যাঙ্কের এই ধরনের বিজ্ঞপ্তি আরও বিতর্ক বাড়িয়ে তুলেছে।
গত দেড় বছরেরও বেশি সময় ধরে স্কুল-কলেজ বন্ধ থাকায় বিকল্প পদ্ধতি হিসাবে অনলাইনে ক্লাস ইত্যাদির মাধ্যমে নতুন সিস্টেম আনা হয়েছে। তবে এই মত অবস্থায় অনেকেই সন্দেহ প্রকাশ করছেন শিক্ষার্থীরা ঠিকমতো শিক্ষা লাভ করছে কিনা তা নিয়ে। পাশাপাশি তাদের পরীক্ষা, এডমিশন এবং চাকরির ক্ষেত্রেও বিব্রত হতে হচ্ছে।
বিতর্কিত এই বিজ্ঞাপনটি গত ৩ আগস্ট তামিলনাড়ুর মাদুরাইয়ে এইচডিএফসি ব্যাঙ্কের শাখায় ওয়াক ইন ইন্টারভিউয়ের কথা বলা হয়েছিল। সেই ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই হওয়ার পর কাজ এবং পোস্টিংয়ের কথা জানানো হবে বলে উল্লেখ করা হয়েছিল। ওই বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের উল্লেখ্যও ছিল। তবে বিতর্ক কেবলমাত্র ওই একটি লাইনেই ‘২০২১ সালে যাঁরা স্নাতক হয়েছেন, তাঁরা ইন্টারভিউয়ের জন্য যোগ্য নন।’
Masterstroke ?@HDFC_Bank @HDFCBankNews @TOIIndiaNews @Madan_Chikna @narendramodi @CMOMaharashtra @shakeel_info @educlashco @mybmc #hdfcbank pic.twitter.com/uIjUZqsqqM
— Rajkumar (@Rajkuma00664945) August 3, 2021
বিজ্ঞাপনটি ঘিরে যখন দেশজুড়ে শোরগোল পড়ে যায় সেই সময় ব্যাঙ্কের মুখপাত্র পরিস্থিতি সামাল দিতে বিবৃতি দিয়ে জানান, “ব্যাঙ্ক ওই রকম কোন শর্ত রাখেনি। আসলে ওটি ভুল করে ছাপানো হয়ে গিয়েছিল। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমাপ্রার্থী।”