HDFC UPI Rules Change: HDFC ব্যাঙ্কের UPI নিয়ে বড় সিদ্ধান্ত, পুরাতন নিয়ম বদলে আসছে নতুন নিয়ম

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : খুচরোর সমস্যা থেকে শুরু করে নগদের যোগান ইত্যাদির পাশাপাশি সহজেই পেমেন্ট থেকে শুরু করে টাকা লেনদেনে ভারতে এখন ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে UPI। যে ব্যবস্থার মাধ্যমে টুক করে মুদিখানায় পেমেন্ট থেকে শুরু করে অনলাইনে লেনদেন হয়ে যায়। আর এই সকল সুবিধার জন্যই দেশে প্রতিদিন বাড়ছে UPI ব্যবহারকারীদের সংখ্যা।

Advertisements

ভারতে যেসকল ব্যাঙ্ক রয়েছে সেই সকল প্রতিটি ব্যাংকই ইউপিআই পরিষেবা প্রদান করার পাশাপাশি বিভিন্ন থার্ড পার্টি ফিনটেক সংস্থাগুলিও ইউপিআই পরিষেবা প্রদান করে থাকে। তবে এই সকল সংস্থা বিভিন্ন সময় তাদের ইউপিআই পরিষেবার ক্ষেত্রে নিয়মে বদল আনে। ঠিক সেই রকমই এবার নিয়মে বদল আনছে এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC UPI Rules Change)।

Advertisements

এইচডিএফসি ব্যাংকে তরফ থেকে মূলত ইউপিআই পরিষেবার ক্ষেত্রে যে বদল আনা হয়েছে তা হলো এসএমএস অ্যালার্ট সংক্রান্ত বদল। এবার এই ব্যাংকের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কম টাকা লেনদেনের ক্ষেত্রে আর গ্রাহকদের কোনরকম এসএমএস অ্যালার্ট দেওয়া হবে না। এমনিতে সমস্ত ব্যাংক এবং সংস্থা এক টাকা থেকে শুরু করে যে কোন অংকের টাকা পাঠানোর ক্ষেত্রেই এসএমএস অ্যালার্ট দিয়ে থাকে। কিন্তু এইচডিএফসি ব্যাংক এই ক্ষেত্রে এবার বদল আনতে চলেছে।

Advertisements

আরও পড়ুন ? JioFinance App: রাতের ঘুম উড়ল গুগল পে, ফোন পে’র! টেক্কা দিতে নতুন UPI অ্যাপ লঞ্চ করল জিও

এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে নতুন যে নিয়ম জারি করা হচ্ছে তাতে এবার থেকে ১০০ টাকার নিচে ইউপিআই মারফত টাকা পাঠালে আর এসএমএস অ্যালার্ট পাঠানো হবে না। মূলত ছোটখাটো লেনদেনের ক্ষেত্রে এসএমএস অ্যালার্ট পাঠানোর ক্ষেত্রে ব্যাংকের অনেক খরচ হয়ে যাচ্ছে, আর সেই খরচ বাঁচানোর জন্যই এবার দেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংকের তরফ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হিসেব বলছে, প্রতিদিন ব্যাংকগুলিকে প্রায় ৪০ কোটি এসএমএস অ্যালার্ট পাঠাতে হয়।

তবে ১০০ টাকার নিচে লেনদেনের ক্ষেত্রে সেমার্ক অ্যালার্ট দেওয়া না হলেও আগের মত ইমেইলে অ্যালার্ট দেওয়ার ব্যবস্থায় কোন পরিবর্তন আনা হচ্ছে না বলেই জানানো হয়েছে ব্যাংকের তরফ থেকে। জানা যাচ্ছে, আগামী ২৫ জুন থেকে এইচডিএফসি ব্যাঙ্ক ইউপিআই লেনদেনের ক্ষেত্রে নতুন এই নিয়ম কার্যকর করতে চলেছে। নতুন এই ব্যবস্থা ব্যাংকের খরচ কমালেও সাধারণ গ্রাহকদের অনেকেরই অসুবিধা হতে পারে বলে মনে করা হচ্ছে। কেননা বহু গ্রামে রয়েছেন যারা ইমেইল চেক করেন না অথবা তাদের অ্যাকাউন্টের সঙ্গে ইমেইল যুক্ত নেই।

Advertisements