নিজস্ব প্রতিবেদন : দেশে যে সমস্ত ব্যাঙ্ক রয়েছে তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় একটি ব্যাঙ্ক হল এইচডিএফসি ব্যাঙ্ক। এই ব্যাঙ্কটি কেবল দেশের অন্যতম জনপ্রিয় ব্যাঙ্ক নয়, পাশাপাশি বিশ্বে যে সকল প্রথম সারির ব্যাঙ্ক রয়েছে তাদের মধ্যে অন্যতম। এবার এমন জনপ্রিয় ব্যাঙ্কটি তাদের গ্রাহকদের জন্য ফিক্সড ডিপোজিটের নতুন সুদের (HDFC FD New Rates) হার ঘোষণা করলো।
দেশের অন্যতম জনপ্রিয় ব্যাঙ্ক হিসাবে এইচডিএফসি ব্যাঙ্ক তাদের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হারে পরিবর্তন এনে গ্রাহকদের আরো বেশি সুদ দেওয়ার ঘোষণা করেছে। বেশ কয়েকটি মেয়াদের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার বৃদ্ধি করা হয়েছে। নতুন সুদের হার কার্যকর করা হয়েছে ২৪ জুলাই অর্থাৎ বুধবার। নতুন সুদের হার অনুযায়ী প্রায় ৮ শতাংশ সুদ পাবেন গ্রাহকরা তাদের ফিক্সড ডিপোজিটের উপর।
এইচডিএফসি ব্যাঙ্ক তাদের গ্রাহকদের জন্য ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে নতুন যে সুদের হার প্রকাশ করা হয়েছে সেই সুদের হার অনুযায়ী ৭ থেকে ১৪ দিনের জন্য সাধারণ নাগরিকরা ৩ শতাংশ এবং প্রবীণ নাগরিকরা ৩.৫% সুদ পাবেন। ১৫ থেকে ২৯ দিনের ক্ষেত্রেও একই সুদের হার রাখা হয়েছে। ৩০ থেকে ৪৫ দিনের ক্ষেত্রে সুদ দেওয়া হচ্ছে সাধারণ নাগরিকদের ৩.৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ৪ শতাংশ। ৪৬ থেকে ৬০ দিনের জন্য ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার সাধারণ নাগরিকদের ৪.৫% এবং প্রবীণ নাগরিকদের ৫ শতাংশ। ৯০ দিন থেকে ৬ মাসের জন্য একই সুদের হার রয়েছে।
৬ মাসের বেশি এবং ৯ মাস পর্যন্ত সাধারণ নাগরিকরা সুদ পাবেন ৫.৭৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকরা পাবেন ৬.২৫%। ৯ মাসের বেশি এবং ১ বছর পর্যন্ত সুদের হার সাধারণ নাগরিকদের জন্য ৬ শতাংশ ও প্রবীণ নাগরিকদের জন্য ৬.৫০ শতাংশ। ১ বছরের বেশি থেকে ১৫ মাসের কম সময়ের জন্য সাধারণ নাগরিকরা সুদ পাবেন ৬.৬ শতাংশ ও প্রবীণ নাগরিকরা সুদ পাবেন ৭.১ শতাংশ। ১৫ মাস থেকে ১৮ মাসের কম সময়ের জন্য সাধারণ নাগরিকরা সুদ পাবেন ৭.১% এবং প্রবীণ নাগরিকরা সুদ পাবেন ৭.৬ শতাংশ।
১৮ মাস থেকে ২১ মাসের কম সময়ের জন্য সাধারণ নাগরিকরা সুদ পাবেন ৭.২৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকরা সুদ পাবেন ৭.৭৫ শতাংশ। ২১ মাস থেকে দুবছরের জন্য সাধারণ নাগরিকরা সুদ পাবেন ৭ শতাংশ এবং প্রবীণ নাগরিকরা সুদ পাবেন ৭.৫ শতাংশ। একই সুদ পাওয়া যাবে দু বছরের বেশি এবং দু বছর ১১ মাসের কম সময়ের জন্য। দু’বছর ১১ মাস থেকে ৩৫ মাসের জন্য সাধারণ নাগরিকরা সুদ পাবেন ৭.৩৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকরা সুদ পাবেন ৭.৮৫%। দু বছর ১১ মাস ১ দিন থেকে ৩ বছর পর্যন্ত সাধারণ নাগরিকরা সুদ পাবেন ৭ শতাংশ এবং প্রবীণ নাগরিকরা সুদ পাবেন ৭.৫%। ৪ বছর ৭ মাস থেকে ৫৫ মাসের জন্য সাধারণ নাগরিকরা সুদ পাবেন ৭.৪ শতাংশ এবং প্রবীণ নাগরিকরা সুদ পাবেন ৭.৯%। ৫ বছর ১ দিন থেকে ১০ বছর পর্যন্ত সাধারণ নাগরিকরা সুদ পাবেন ৭ শতাংশ এবং প্রবীণ নাগরিকরা সুদ পাবেন ৭.৫ শতাংশ। এক্ষেত্রে সবচেয়ে বেশি সুদ দেওয়া হচ্ছে ৪ বছর ৭ মাস থেকে ৫৫ মাসের জন্য। যে স্ল্যাবে প্রায় ৮% পর্যন্ত সুদ পাচ্ছেন প্রবীণ নাগরিকরা।