PNB, HDFC, ICICI, এই তিন ব্যাঙ্কের FD তে সুদের পরিমাণ কত

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : নিম্নবিত্ত হোক অথবা উচ্চবিত্ত, প্রতিটি মানুষের স্বপ্ন থাকে উপার্জন। কেউ প্রতিদিনের খাবার জোটাতে রোজগারের পেছনে ছুটেন, আবার কেউ নিজের বিলাসবহুল জীবন আরও বিলাসবহুল করে তোলার জন্য অর্থ উপার্জনের পিছনে ছুটে থাকেন। তবে এই সকল প্রতিটি মানুষের মধ্যে চেষ্টা থাকে রোজগার থেকে কিছুটা সরিয়ে সঞ্চয় করার।

Advertisements

রোজগার থেকে কিছুটা সরিয়ে সঞ্চয় করার যে প্রবণতা রয়েছে তার পরিপ্রেক্ষিতে অধিকাংশ মানুষ ব্যাংকে দীর্ঘমেয়াদি বিনিয়োগের নিজেদের বিনিয়োগ করে থাকেন। অধিকাংশ মানুষ বিনিয়োগ করেন ফিক্সড ডিপোজিটে। তবে এই ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে বিভিন্ন ব্যাংকে বিভিন্ন রকম সুদের হার রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে PNB, HDFC, ICICI, এই তিন ব্যাঙ্কের FD তে সুদের পরিমাণ কত চলুন দেখে নেওয়া যাক।

Advertisements

PNB : পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সর্বনিম্ন সুদের হার ৩%। এটি ৭-১৪ দিনের জন্য প্রযোজ্য৷ সর্বোচ্চ সুদের হার ৫.২৫%। এটি ৫-১০ বছরের জন্য। সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার ৩.৫০%। এটি সর্বনিম্ন। সর্বোচ্চ হল ৫.৭৫%। এটি ৫-১০ বছরের জন্য প্রযোজ্য৷

Advertisements

ICICI : ICICI ব্যাঙ্কের সর্বনিম্ন সুদের ২.৫০%। এটি ৭-১৪ দিনের জন্য প্রযোজ্য। সর্বোচ্চ সুদের হার ৫.৭৫%। এটি ৫ বছর ১ দিন থেকে ১০ বছরের জন্য। সিনিয়র সিটিজেনদের জন্য সর্বনিম্ন সুদের হার ৩%। এটি ৭-১৪ দিন। সর্বোচ্চ সুদের হার ৬.৫০%।

HDFC : এই ব্যাঙ্কের সর্বনিম্ন সুদের হার ২.৫০%। এটি ৭-১৪ দিনের জন্য। অন্যদিকে সর্বোচ্চ সুদের হার ৫.৭৫%৷ এটি ৫-১০ বছরের জন্য। সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার ৩%। সর্বোচ্চ সুদের হার ৬.৫০%।

Advertisements