নিজস্ব প্রতিবেদন : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল জেলার বিভিন্ন সভায় কর্মীদের নিদান দিচ্ছেন ‘বিজেপিকে ঠেঙিয়ে পগার পার করে দেওয়ার’। আর এই প্রসঙ্গেই মঙ্গলবার রামপুরহাটে এসে মুখ খুললেন বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভাপতি অগ্নিমিত্রা পল। তিনি খোঁচা দিয়ে বলেন, ‘ওঁর মাথায় অক্সিজেন কম যায়, আলাদা করে কিছু বলবো না’।
দুদিন আগে রামপুরহাটে গণধর্ষণের শিকার হন রামপুরহাটের রানীগ্রামের দুইজন ১৩ বছর বয়সী আদিবাসী নাবালিকা। মঙ্গলবার সেই দুই নাবালিকাকে দেখতে আসেন অগ্নিমিত্রা পল। আর সেখানেই অনুব্রত মণ্ডল এবং অনুব্রত মণ্ডলের নিদান বিজেপিকে ঠেঙিয়ে পগার পার করে দেওয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে অগ্নিমিত্রা পল খোঁচা দিয়ে বলেন, “আজকে এরকম একজন মানুষ যার বিষয়ে কমেন্টও করতে চাইনা। তার নেত্রী বলেন যে তার মাথায় অক্সিজেন কম যায়। সুতরাং যার মাথায় অক্সিজেনটাই কম যায় তার সম্বন্ধে আমি আলাদা করে কি আর বলবো।”
তবে এর পাশাপাশি তিনি বলেন, “এই দলের না কোন নীতি আছে, না কোন আদর্শ আছে। তারা তো সন্ত্রাস ছড়িয়ে এতদিন রাজত্ব করে এসেছে। এখন তো ওরা বুঝিয়ে যাচ্ছে যে ওদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। সুতরাং যে করেই হোক তারা ভাবছে যে বিজেপিকে আটকানো যাবে। কিন্তু বিজেপি কর্মীকে মারধর করে, গাছে ঝুলিয়ে দিয়ে, মার্ডার করে অথবা বিজেপি মহিলা কর্মীদের ধর্ষণ করে আটকানো যাবেনা। তৃণমূল যতবেশি আটকানোর চেষ্টা করবে মানুষ তত বিজেপির কাছে আসবে।”