Poorest Candidate of Lok Sabha: কারো সম্পত্তি ৩২০ টাকা, কারো আবার ৫০০ টাকা! এবারের লোকসভা ভোটে সবচেয়ে গরিব প্রার্থী ইনারাই

He is the poorest among the candidate who participated in the Lok Sabha polls: ২০২৪ এর লোকসভা ভোট আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে। মোট ৭ টি দফায় এই ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ১৮ তম লোকসভা নির্বাচনের সময়সূচী ও পার্থী তালিকা উভয়ই প্রকাশ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। আসন্ন লোকসভা ভোটের প্রথম দফার ভোট অনুষ্ঠিত হবে চলতি মাসেই ১৯.০৪.২০২৪ এ। লোকসভা ভোটের প্রার্থীরা ইতিমধ্যে তাদের সম্পত্তির পরিমাণ জানিয়ে হলফনামা জমা করেছে নির্বাচন কমিশনের কাছে। সেখান থেকেই সামনে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য (Poorest Candidate of Lok Sabha)।

লোকসভা ভোটে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে কারো সম্পত্তির পরিমাণ অনেক বেশি তো কারো সম্পত্তির পরিমাণ একেবারেই কম। এমনই এক প্রার্থী সকলের নজর কেড়েছে। আমরা কথা বলছি লোকসভা ভোটের প্রথম দফার সবচেয়ে গরীব প্রার্থী (Poorest Candidate of Lok Sabha) কে নিয়ে, যার সম্পত্তির মোট পরিমাণ মাত্র ৩২০ টাকা। তাঁর নাম পোনরাজ কে। তিনি তামিলনাড়ুর থুথুক্কুডি থেকে নির্দল প্রার্থী হিসেবে লোকসভা ভোটে প্রথম দফায় অংশগ্রহণ করতে চলেছেন।

পোনরাজ কে ছাড়াও আরো বেশ কয়েকজন প্রার্থী দরিদ্র প্রার্থী (Poorest Candidate of Lok Sabha) হিসেবে নজরে এসেছেন। এঁদের মধ্যে রয়েছেন মহারাষ্ট্রের রামটেক লোকসভার নির্দল প্রার্থী কার্তিক গেন্দালাজি ডোকে এবং তামিলনাড়ুর চেন্নাই এর আরেক নির্দল প্রার্থী সূর্যমাথুর। উভয়েরই মোট সম্পত্তির পরিমাণ মাত্র ৫০০ টাকা। তামিলনাড়ুর জি ধামোধারানের সম্পত্তির পরিমাণ ১০০০ টাকা। গরিব পার্থীর তালিকায় শুধুমাত্র যে নির্দল প্রার্থীরাই রয়েছেন এমনটা কিন্তু নয়, নাম রয়েছে ১ এসইউসিআই প্রার্থীরও। এসইউসিআই প্রার্থী জে সেবাস্টিনের মোট সম্পত্তির পরিমাণ ১৫০০ টাকা।

আরও পড়ুন 👉 Discount on Restaurant: টানা দু’দিন রেস্তোরাঁ, হোটেলে ২০% ছাড়! ভোট নিয়ে একটি শর্তে দুর্দান্ত উদ্যোগ কমিশনের

১৯.০৪.২০২৪ লোকসভার প্রথম দফার ভোটের মধ্যে দিয়ে ভাগ্য গণনা হতে চলেছে ১৬১৮ জন প্রার্থীর। এঁদের মধ্যে দরিদ্র প্রার্থী যেমন আছে, তেমনি রয়েছে বেশ কিছু কোটিপতি প্রার্থীও। প্রথম দফায় ভোটে অংশগ্রহণকারী মোট প্রার্থী সংখ্যার ২৮ শতাংশ অর্থাৎ ৪৫০ জন প্রার্থী কোটিপতি প্রার্থীর তালিকায় নাম লিখিয়েছেন। এরমধ্যে আরজেডি দলের প্রার্থীরা বিশেষ ভাবে উল্লেখযোগ্য। কারণ, এই দলের চারজন প্রার্থীই কোটিপতি। এছাড়া এআইএডিএমকে দলের ৩৫ জন, ডিএমকে দলের ২১ জন, বিজেপির ৬৯ জন, কংগ্রেসের ৪৯ জন, তৃণমূল কংগ্রেসের ৪ জন এবং বিএসপি দলের ১৮ জন প্রার্থী কোটিপতি প্রার্থীর তালিকায় রয়েছেন।

এই ৪৫০ জন কোটিপতি প্রার্থীর মধ্যে ১৯৩ জনের সম্পত্তির পরিমাণ 5 কোটির বেশি এবং ১৩৯ জনের সম্পত্তির পরিমাণ ২ কোটির বেশি। প্রথম দফায় অংশগ্রহণ করা মোট প্রার্থীর মধ্যে ৭১৩ জন প্রার্থীর মোট সম্পত্তির পরিমাণ ১০ লাখ থেকে 50 লাখ টাকার মধ্যে। আর সম্পত্তির পরিমাণ ১০ লাখের নিচে এমন প্রার্থী রয়েছেন ৫৭৩ জন (Poorest Candidate of Lok Sabha)।