করোনা চিকিৎসায় নয়া সিদ্ধান্ত, বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ বহন করবে সরকার

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : করোনা ভাইরাস সংক্রান্ত চিকিৎসার জন্য যেসব বেসরকারি হাসপাতালগুলি চিহ্নিত হয়েছে, সেখানকার সমস্ত ব্যয়ভার এবার বহন করবে রাজ্য। সরকারের নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্যের যে সকল হাসপাতালে কোভিড-১৯-এর চিকিৎসা হবে বলে চিহ্নিত করা হয়েছে সেখানে কোন করোনা সংক্রামিত সন্দেহজনক রোগী যদি আসে বা শ্বাসকষ্টজনিত অবস্থায় ভর্তি হয় তাদের কাছ থেকে কোনপ্রকার অর্থ নেওয়া যাবে না। সেই সঙ্গে এসএআরআই (SARI) রোগীদের চিকিৎসার খরচও বহন করবে রাজ্য সরকার।

Advertisements

Advertisements

বৃহস্পতিবার স্বাস্থ্য দপ্তর থেকে প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্য সরকারের এই বিজ্ঞপ্তি কোভিড-১৯ চিহ্নিত বেসরকারি হাসপাতালের সব কর্তৃপক্ষকে তাদের হাসপাতালে টাঙিয়ে রাখতে হবে জনসাধারণের স্বার্থে। এই চিকিৎসার ব্যয়ভার বহন করা সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে আসা মানুষদের পক্ষে অসম্ভব হয়ে পড়ছে। করোনা চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে খরচ হচ্ছে ২০ থেকে ২৫ হাজারের মতো। সেই সঙ্গে আছে ভেন্টিলেটর, জীবনদায়ী ওষুধ ও অনান্য চিকিৎসা সরঞ্জামের খরচ। তারপরও একজন রোগী কতদিনে সুস্থ হবে তার কোন ঠিক নেই। রোগীর সংখ্যা যদি বাড়তে থাকে সেক্ষেত্রে চিকিৎসার খরচ কোথায় গিয়ে পৌঁছাবে তা এখন হিসাবের বাইরে। তবে এই সমস্ত খরচের অর্থ রাজ্য সরকার দিয়ে দেবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Advertisements

এছাড়াও চিকিৎসা সংক্রান্ত যে অর্থ খরচ হবে তাও বেসরকারি হাসপাতালগুলিকে সময়মতো মিটিয়ে দেবে রাজ্য সরকার। অর্থের অভাবে সন্দেহজনক করোনা সংক্রামিত মানুষের চিকিৎসা যাতে কোনভাবেই বন্ধ না হয়ে যায় এবং রোগ যাতে ছড়িয়ে না পড়ে, সেইজন্যেই রাজ্য সরকারের এমন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

Advertisements