PM CARES থেকে কত টাকা স্বাস্থ্য মন্ত্রককে দেওয়া হয়েছে জানালো কেন্দ্র

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতে করোনা মোকাবিলার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে আলাদা করে PM CARES নামে একটি ফান্ড তৈরি করা হয়। আর এই ফান্ডে দেশের তারকারা থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই কোটি কোটি টাকা অনুদান দিয়েছেন। কিন্তু এই PM CARES ফান্ড নিয়ে বিরোধীরা নানান প্রশ্ন তুলতে শুরু করেন। বিরোধীদের অভিযোগ কেন্দ্র সরকার এই ফান্ডের সঠিক হিসাব সকলের সামনে তুলে ধরে নি।

Advertisements

বিরোধীদের আরও অভিযোগ হিসাব দেওয়া হয়নি দেশের দুঃসময়ে এই ফান্ডে কত টাকা জমা হয়েছে অথবা এই ফান্ড থেকে কত টাকা স্বাস্থ্য খাতে খরচ করা হয়েছে? যদিও অবশেষে চাপে পড়ে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের মন্ত্রী ডঃ হর্ষবর্ধন জানালেন কত টাকা PM CARES থেকে স্বাস্থ্যমন্ত্রকের কাছে এখনো পর্যন্ত এসেছে।

Advertisements

Advertisements

রবিবারও কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী PM CARES ফান্ড নিয়ে লোকসভায় প্রশ্ন তোলেন। আর এইভাবে একের পর এক বিরোধীদের চাপে পড়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী রবিবার জানান, ৮৯৩ কোটি ৯৩ লক্ষ টাকা PM CARES ফান্ড থেকে এখনো পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে এসেছে। এর পাশাপাশি এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ হর্ষবর্ধন জানান ওই টাকা ৫০,০০০ মেক ইন ইন্ডিয়া ভেন্টিলেটর কিনতে ব্যবহার করা হয়েছে।

তবে এখানেই বিতর্কের ইতি হচ্ছে এমনটা নয়। কারণ প্রথম থেকেই মেক ইন ইন্ডিয়া ভেন্টিলেটরের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছিল। গুণগত মানের পাশাপাশি এই সকল ভেন্টিলেটরের দাম নিয়েও নানান প্রশ্ন রয়েছে বিরোধীদের। বিরোধীদের অভিযোগ এইসকল ভেন্টিলেটরের দাম নিয়ে যে আরটিআই করা হয়েছিল তার মধ্যেও বিস্তর গোলমাল ছিল। এর পাশাপাশি কংগ্রেসের অভিযোগ, এই PM CARES ফান্ডের টাকা দেশবাসীদের দুঃসময়ের সময় কাজে লাগছে না।

Advertisements