করোনা চিকিৎসায় বাদ দেওয়া হল দুটি ওষুধ, নতুন গাইডলাইন প্রকাশ কেন্দ্রের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : করোনা চিকিৎসায় আর ব্যবহার করা যাবে না দুটি বিশেষ ওষুধ। এই মর্মে নতুন গাইডলাইন প্রকাশ করে পরামর্শ দেওয়া হলো কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রকের অধীনস্ত ডিরেক্টরেট অফ হেলথ সার্ভিসের তরফে। পাশাপাশি এই গাইডলাইনে বলা হয়েছে, মৃদু উপসর্গ এবং উপসর্গহীন রোগীদের কোন ওষুধই খাওয়ার প্রয়োজন নেই। মুঠো মুঠো ওষুধ খাওয়ার কারণে উপকারের তুলনায় অপকার ডেকে আনছে বলে মত চিকিৎসক মহলের একাংশের।

Advertisements

করোনা চিকিৎসায় আগেই বাদ পড়েছিল হাইড্রক্সিক্লোরোকুইন। আর এবার এই বাদ পড়ার তালিকায় নাম উঠলো মাল্টিভিটামিন, জিঙ্ক ট্যাবলেটেরও। আইভারমেকটিন (Ivermectin) এবং ডক্সিসাইক্লিন (Doxycycline) এই দুটি ওষুধকে সম্প্রতি করোনা চিকিৎসায় ব্যবহৃত ওষুধের তালিকা থেকে বাদ দেওয়া হল। পাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে বলা হয়েছে সামান্য অসুস্থ তাহলে স্ক্যান এবং অন্যান্য পরীক্ষা করারও প্রয়োজন নেই।

Advertisements

চিকিৎসকদের তরফ থেকে পরামর্শ দেওয়া হয়েছে, এই সকল পরীক্ষা রোগীদের অতিরিক্ত কিছু ক্ষতি ডেকে আনছে। পরিবর্তে নতুন গাইডলাইনে পরামর্শ দেওয়া হয়েছে, মাস্ক, স্যানিটাইজার ব্যবহার এবং শারীরিক দূরত্ববিধি মেনে চলার উপর বাড়তি গুরুত্ব দিতে হবে। পাশাপাশি নতুন এই গাইডলাইনে বলা হয়েছে কোভিড পরবর্তী সময়ে রোগীদের জোর দিতে হবে স্বাস্থ্যকর, পুষ্টিকর খাওয়াদাওয়ায়।

Advertisements

উল্লেখ্য, করোনা ভাইরাস দিন দিন নিজের মিউটেশনের ফলে নতুন নতুন স্ট্রেন ছড়িয়ে ফেলছে। আর এই ভাইরাসের মিউটেশনের সাথে সাথে তাকে ঠেকানোর জন্য চিকিৎসা পদ্ধতিতেও একাধিক রদবদল করা হচ্ছে। আর এই পদ্ধতির রদবদলে নিয়েই কেন্দ্রের তরফ থেকে নতুন নতুন গাইডলাইন প্রকাশ করা হয়ে থাকে। সেই গাইডলাইন অনুযায়ীই সারাদেশে চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা হয়। আর এই নতুন গাইডলাইনেই এবার ওষুধেদের উপর নির্ভরশীলতা কমানোর পরামর্শ দেওয়া হল। পাশাপাশি রেমডেসিভির, 2 DG ওষুধ ব্যবহার করার ক্ষেত্রেও ছাড়পত্র দেওয়া হয়েছে।

Advertisements