নিজস্ব প্রতিবেদন : বীরভূম জেলা প্রশাসনের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, বীরভূমের সিউড়ি পৌরসভায় মহিলা স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। মাধ্যমিক পাশ চাকরি প্রার্থীরা এই সকল শূন্যপদে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি কোনরকম লিখিত পরীক্ষা হবে না বলেও জানানো হয়েছে। যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে ইন্টারভিউ পদ্ধতিতে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সিউড়ি পৌরসভা মোট ৫ জন মহিলা স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হবে। বিবাহিত, অবিবাহিত, বিধবা, ডিভোর্সড প্রত্যেকেই আবেদন করতে পারবেন এই সকল শূন্যপদে নিয়োগের জন্য। তবে আবেদনকারীদের বাধ্যতামূলকভাবে সিউড়ি পৌরসভার স্থায়ী বাসিন্দা হতে হবে।
বিজ্ঞপ্তি অনুসারে আবেদনকারীদের বয়স হতে হবে পয়লা জানুয়ারি ২০২১ সালের হিসাব অনুযায়ী ৩০ থেকে ৪০ বছর। তবে তপশিলি জাতি ও উপজাতিদের ক্ষেত্রে ২২ বছর বয়স থেকেই আবেদন করা যাবে। আবেদনের ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা ৪০ বছর।
আবেদনকারীদের নুন্যতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাস অথবা সমতুল্য কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পাস। আবেদনকারী যাদের সমাজসেবামূলক কাজের ক্ষেত্রে অভিজ্ঞতা রয়েছে তারা অগ্রাধিকার পাবেন।
এই সকল কর্মী এক বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। পরবর্তীতে কাজের যোগ্যতা এবং অভিজ্ঞতা অনুসারে সেই চুক্তি বাড়ানো হবে। এই সকল শূন্যপদে নিযুক্ত কর্মীরা মাসিক ৪৫০০ টাকা করে সান্মানিক পাবেন।
প্রশাসনের তরফে নির্দিষ্ট করে দেওয়া শূন্যপদে আবেদন করার জন্য আবেদনকারীদের http://birbhum.nic.in/ ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করতে হবে। সরাসরি ফর্ম ডাউনলোড করার লিঙ্ক http://birbhum.nic.in/Jobs/Job_Oppr.htm । আবেদনপত্র ডাউনলোড করে তা ফিলাপ করে প্রয়োজনীয় নথি অ্যাটাচ করে জমা দিতে হবে সিউড়ি পৌরসভা। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হল ২৬ অক্টোবর ২০২১ বৈকাল ৫ টা।