Heat Wave Alert: জারি হল তাপপ্রবাহের অ্যালার্ট! ভেবেচিন্তে পা বাড়াতে হবে দক্ষিণবঙ্গের এই ৫ জেলার বাসিন্দাদের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : এই সবে দক্ষিণবঙ্গে শীতের খোলস ত্যাগ হয়েছে আর গরম পড়তে শুরু করেছে। কিন্তু প্রথম ইনিংসেই যেভাবে গরম নিজের দাপট দেখাতে শুরু করেছে তাতে তা দক্ষিণবঙ্গের বাসিন্দাদের জন্য চরম দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কেননা এপ্রিল মাসের ১ তারিখ থেকেই তরতড়িয়ে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি। কোন কোন জেলার তাপমাত্রা ৪১°। আর এসবের মধ্যেই এবার জারি হয়ে গেল তারপর প্রবাহের সর্তকতা (Heat Wave Alert)।

Advertisements

মূলত দক্ষিণবঙ্গের ৫ জেলার জন্য তাপপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। সোমবার আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে আবহাওয়া সংক্রান্ত যে রিপোর্ট পেশ করা হয়েছে সেই রিপোর্টেই দেখা যাচ্ছে, টানা তিন দিন তারপর প্রবাহ চলবে দক্ষিণবঙ্গের ৫ জেলায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির পরিস্থিতিও যে খুব একটা ভালো থাকবে তা নয়।

Advertisements

সোমবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই তাপমাত্রার পারদ ছিল অনেকটাই ঊর্ধ্বমুখী এবং দিনভর অস্বস্তিকর পরিস্থিতি বজায় ছিল। তবে এদিন দক্ষিণবঙ্গের কোন জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়নি। যদিও দুপুরের দিকে বেশ কিছু জেলায় হালকা লু বইতে দেখা গিয়েছে। পাশাপাশি সোমবার দক্ষিণবঙ্গের কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। সোমবারের মতোই একই রকম পরিস্থিতি থাকবে মঙ্গলবার।

Advertisements

আরও পড়ুন ? Summer Vacation in WB: ডবলের বেশি বাড়লো গরমের ছুটি স্কুলে, তালিকা প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ

মঙ্গলবারের পর বুধবার থেকে শুরু হবে তাপপ্রবাহ। ওই দিন দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহ লক্ষ্য করা যাবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির অবস্থাও থাকবে সংকটজনক। কোথাও কোনো রকম বৃষ্টির পূর্বাভাস নেই। তরতড়িয়ে তাপমাত্রা বৃদ্ধি পাবে। সারাদিন উষ্ণ আবহাওয়া এবং অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। একই রকম পরিস্থিতি থাকবে শুক্রবার পর্যন্ত। অর্থাৎ পাঁচ জেলায় টানা তিন দিন তাপপ্রবাহ চলবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

অন্যদিকে মঙ্গলবার মুর্শিদাবাদের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রী থাকবে বলে জানানো হয়েছে। বাকি জেলাগুলির ক্ষেত্রে বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৮ ডিগ্রি, পশ্চিম বর্ধমানের ৩৯°, পুরুলিয়ার ৪০ ডিগ্রী, বাঁকুড়ার ৪১°, পূর্ব বর্ধমান ৩৮ ডিগ্রি, পশ্চিম মেদিনীপুর ৩৯°, পূর্ব মেদিনীপুর ৩৭ ডিগ্রী, হাওড়া ৩৭ ডিগ্রী, কলকাতা ৩৭ ডিগ্রী, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ৩৮ ও ৩৬° এবং নদিয়ায় ৩৮°।

Advertisements