Heatwave Yellow Alert South Bengal: খুব বাজে অবস্থা, শুরু তাপপ্রবাহের খেল, সাবধানে পা বাড়াতে হবে এই ১০ জেলার বাসিন্দাদের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : নববর্ষের দিন থেকেই দক্ষিণবঙ্গের (South Bengal) জেলায় জেলায় তরতরিয়ে বাড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। পরিস্থিতি এখন এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে অধিকাংশ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রী ছুঁইছুঁই, কোন কোন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি পার করেছে। আর এমন পরিস্থিতিতেই ফের একবার খেলা শুরু করে দিল তাপপ্রবাহ (Heatwave)। পরিস্থিতির কথা মাথায় রেখে হাওয়া অফিসের তরফ থেকে হলুদ সর্তকতা (Heatwave Yellow Alert South Bengal) জারি করা হয়েছে, সাবধানে পা বাড়ানোর কথা বলা হচ্ছে ১০ জেলার বাসিন্দাদের।

Advertisements

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, বাংলায় এমন পরিস্থিতি তৈরি হওয়ার পিছনে রয়েছে পশ্চিমের রাজ্যগুলি থেকে ধেয়ে আসা শুষ্ক বাতাস। আর এর ফলেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বাড়ছে উত্তরোত্তর তাপমাত্রা। তৈরি হয়েছে তাপপ্রবাহ পরিস্থিতি। হাওয়া অফিসের তরফ থেকে যে পূর্বাভাস দেওয়া হয়েছে সেই পূর্বাভাস অনুযায়ী আগামী ১৯ এপ্রিল পর্যন্ত খুবই বাজে পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গের। বাজে পরিস্থিতি তৈরি হওয়ার পিছনে আরও একটি বড় কারণ হলো আর্দ্রতা বৃদ্ধি।

Advertisements

হাওয়া অফিসের তরফ থেকে যে পূর্বাভাস দেওয়া হয়েছে সেই পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই উষ্ণ এবং অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। তবে মঙ্গলবার কোন জেলাতেই তাপপ্রবাহের সর্তকতা জারি করা হয়নি। বুধবার থেকেই দক্ষিণবঙ্গে শুরু হবে তারপর প্রবাহ বলে মনে করছে হাওয়া অফিস। বুধবার থেকে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের সতর্ক থাকতে হবে তাপপ্রবাহ থেকে রক্ষা পাওয়ার জন্য।

Advertisements

আরও পড়ুন ? AC vs Fan Benefit: এসি আর ফ্যান একসঙ্গে চালানো নিয়ে নানা মত! কোনটি সুবিধা, কোনটি বাঁচায় বিদ্যুৎ খরচ

বুধবার যে সকল জেলায় তাপপ্রবাহ দেখা যাবে সেই সকল জেলাগুলি হল পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও দক্ষিণ ২৪ পরগনা। বাকি জেলাগুলি অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূম, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ২৪ পরগনা, নদীয়া জেলায় তাপপ্রবাহের সর্তকতা না থাকলেও পরিস্থিতি খুবই অস্বস্তিকর থাকবে বলে জানানো হয়েছে। এই সকল জেলাগুলিতেও যেমন গরম থাকবে সেই রকমই থাকবে আর্দ্রতা।

বুধবারের মতোই একই রকম পরিস্থিতি দেখা যাবে বৃহস্পতিবার। বৃহস্পতিবারও বুধবারের মতোই ৮ জেলায় তাপপ্রবাহ দেখা যাবে এবং দক্ষিণবঙ্গের বাঁকি জেলাগুলিতে থাকবে উষ্ণ ও অস্বস্তিকর পরিস্থিতি। ১৯ এপ্রিল অর্থাৎ শুক্রবার ১০ জেলায় তাপপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে। যে জেলাগুলি হল মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও দক্ষিণ ২৪ পরগনা। অন্যদিকে বাকি জেলাগুলি অর্থাৎ হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ২৪ পরগনা, নদীয়ায় উষ্ণ ও অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে।

Advertisements