নিজস্ব প্রতিবেদন : দিন কয়েক ধরেই দক্ষিণবঙ্গে (South Bengal) ফের মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে তাপমাত্রার পারদ। পরিস্থিতি এমন যে আগের হিটওয়েভের (Heatwave Alert South Bengal) থেকেও বেশি অস্বস্তি। একদিকে তাপমাত্রার পারদ তরতড়িয়ে মাথাচাড়া দেওয়া, অন্যদিকে আর্দ্রতার পরিমাণ এত বেশি যে ঘেমে নাজেহাল হতে হচ্ছে দক্ষিণবঙ্গবাসীদের। প্রশ্ন হল এমন পরিস্থিতি থেকে কবে মুক্তি মিলবে?
হাওয়া অফিসের তরফ থেকে বুধবার আবহাওয়ার যে আপডেট দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে, সোমবার যা পরিস্থিতি ছিল তার থেকেও খারাপ পরিস্থিতি হবে মঙ্গলবার। মঙ্গলবার দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে কমলা সর্তকতা জারি করা হয়েছে তীব্র তাপপ্রবাহের কারণে। তাপপ্রবাহ থাকবে বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায়। এই সকল জেলা বাদে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে উষ্ণ ও আর্দ্র পরিস্থিতি বজায় থাকবে।
মঙ্গলবারের পাশাপাশি বুধবারও দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে তীব্র তাপপ্রবাহ বজায় থাকবে। তাপপ্রবাহ থাকবে বীরভূম, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে। বাকি জেলাগুলি উষ্ণ ও আর্দ্র পরিস্থিতির মধ্যে পার হবে। বুধবার এই পরিস্থিতির মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং নদীয়া জেলায়।
এরপর ১৩ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হতে দেখা যাবে ঐদিন পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরের তাপপ্রবাহের সর্তকতা থাকলেও দক্ষিণবঙ্গের অন্যান্য কোন জেলায় তাপপ্রবাহের সম্ভাবনার কথা জানানো হয়নি, এছাড়াও ঐদিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায় ঝড়েরও।
শুক্রবার থেকে মোটামুটি ভাবে কিছুটা হলেও স্বস্তি ফিরবে দক্ষিণবঙ্গে। শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিসের এই পূর্বাভাস থেকে স্পষ্ট, আপাতত বৃহস্পতিবার না আসা পর্যন্ত কোনোভাবেই এমন প্যাচপ্যাচে পরিস্থিতি থেকে মুক্তি পাবেন না দক্ষিণবঙ্গের বাসিন্দারা।