নিজস্ব প্রতিবেদন : এপ্রিল মাসের ১৫ তারিখ থেকে বাংলার দক্ষিণবঙ্গের (South Bengal) পাশাপাশি দেশের একাধিক রাজ্যে যেভাবে তাপমাত্রার পারদ চড়েছিল তা ভোলার নয়। টানা ২০ দিন দক্ষিণবঙ্গে চলে তাপপ্রবাহ। যে পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশাপাশি পশুপাখিদেরও প্রাণ ওষ্ঠাগত হয়ে পড়েছিল। এরপর ঝড়-বৃষ্টি স্বস্তি নামিয়ে আনে দক্ষিণবঙ্গের পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্যে।
এপ্রিল মাস থেকে শুরু হওয়া গা জ্বলুনে গরম থেকে আপাতত মুক্তি মিললেও প্রত্যেক বাসিন্দাদের মধ্যেই প্রশ্ন, আবার কি সেই গরম ফিরে আসবে? বিশেষ করে ঝড় বৃষ্টির পালা শেষ হলে ফের আগের মত তীব্র গরম ফিরে আসার আশঙ্কায় রাতের ঘুম উড়ছে বঙ্গবাসীদের। তবে এবার হাওয়া অফিসের তরফ থেকে যে পূর্বাভাস (IMD Report Regarding Heatwave) দেওয়া হল তাতে স্বস্তি মিলেছে।
হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে হিটওয়েভ চলার পর দেশের অধিকাংশ রাজ্যেই ধেয়ে এসেছে ঝড়-বৃষ্টি। আর এই ঝড় বৃষ্টির ফলে চলতি মরশুমে ভারত থেকে বিদায় নিয়েছে লু। ভারত থেকে লু বিদায় নেওয়ার ফলে অসহনশীল হিটওয়েভ আর ফেরার সম্ভাবনা ক্ষীণ। অর্থাৎ টানা তাপপ্রবাহ চলার পর যে ঝড়-বৃষ্টি আছড়ে পড়েছে আর তার ফলে যে তাপমাত্রার পারদ নিম্নমুখী হয়েছে, এরপর আর আগের মত পরিস্থিতি তৈরি হবে না এমনটাই আশা করা হচ্ছে।
আইএমডির তরফ থেকে ঘোষণায় জানানো হয়েছে, দেশের একাধিক রাজ্যে যেভাবে তাপপ্রবাহ চলছিল তা এবার ধীরে ধীরে কমবে। দেশের অধিকাংশ রাজ্যেই স্বস্তি ফিরে আসবে। তবে দুই রাজ্যের ক্ষেত্রে এখনো তাপপ্রবাহের সম্ভাবনার কথা জানানো হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী পশ্চিম রাজস্থান এবং কেরালা ছাড়া আপাতত আর কোন রাজ্যে হিটওয়েভের সর্তকতা নেই।
হিটওয়েভের পূর্বাভাস নিয়ে আইএমডির গবেষক সোমা সেন জানিয়েছেন, গোটা দেশই হিটওয়েভ থেকে মুক্তি পেতে চলেছে। তবে এরই মধ্যে হিটওয়েভ নিয়ে কিছু কিছু জায়গায় হলুদ সর্তকতা জারি করা রয়েছে। মূলত ওই সকল জায়গায় প্রত্যাশা থেকে কম বৃষ্টি হওয়ার কারণে হলুদ সর্তকতা জারি করে নজর রাখা হচ্ছে। আবহাবিদদের তরফ থেকে জানানো হয়েছে, বঙ্গোপসাগর থেকে শক্তিশালী এক আর্দ্র বায়ু প্রবাহের কারণে গোটা দেশেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে।