নিজস্ব প্রতিবেদন : জুন মাসের ২৪ তারিখ পর্যন্ত তীব্র গরমে ভুগতে হয় দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। তবে এরপরই বর্ষার (Monsoon) আগমন ঘটতেই বদলে যায় সব চেহারা। বৃষ্টি নামতেই তাপমাত্রার পারদ অনেকটাই কমে যায়। তবে আবার টানা বৃষ্টিতে (Rain) ভোগান্তির শেষও নেই। বিভিন্ন জায়গায় টানা বৃষ্টির ফলে জল জমেছে, আবার বিভিন্ন জায়গায় মানুষ গৃহবন্দী হয়ে পড়েছেন।
তীব্র তাপ প্রবাহের পর দিন কয়েক ধরেই দফায় দফায় বৃষ্টির দেখা মিললেও মঙ্গলবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় টানা বৃষ্টি দেখা গিয়েছে। দুদিনের টানা বৃষ্টির পরও মুক্তি মিলবে না বলেই জানা যাচ্ছে। বিশেষ করে কয়েকটি জেলায় ভোগান্তি আরও বাড়বে এমনটাই হাওয়া অফিসের অনুমান ও পূর্বাভাস।
মঙ্গলবারের পর বুধবার অর্থাৎ উল্টো রথের দিন কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা দফায় দফায় বৃষ্টিতে ভিজে। এমন পরিস্থিতিতে হওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, এখানেই শেষ নয়, কয়েকটি জেলায় আরও বৃষ্টি বাড়বে। এমনকি এর পরিপ্রেক্ষিতে হলুদ সর্তকতাও জারি করা হয়েছে। মঙ্গলবার মাঝ রাতে থেকে শুরু হওয়া এমন বৃষ্টির পরিমাণ বৃহস্পতিবার কয়েকটি জেলার জন্য বাড়বে।
হাওয়া অফিস সূত্রে পাওয়া পূর্বাভাস থেকে জানা যাচ্ছে, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের তিন জেলায় অতিভারী বৃষ্টির দেখা মিলতে পারে। ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির দেখা মিলতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়াও বজ্রবিদ্যুতের সতর্কতাও জারি করা হয়েছে। এই তিন জেলা হলো কলকাতা, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বৃহস্পতিবার বৃষ্টি চলবে কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, পুরুলিয়া ও দুই বর্ধমানে। এছাড়াও মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। উত্তর ছত্রিশগড়ের কাছাকাছি নিম্নচাপ তৈরি হওয়ার কারণে এমন একটানা বৃষ্টি বলে জানাচ্ছে হাওয়া অফিস।