চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, পুজোর এই দিনগুলিতে নিশ্চিত বৃষ্টি

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্ষা বিদায় নেওয়ার কথা থাকলেও বিদায় নিচ্ছে না। পুজোর আগে মহালয়ার দিন রাজ্যের একাধিক জেলা ভিজেছে বৃষ্টিতে। এরই পাশাপাশি পুজোতেও তুমুল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হলো হাওয়া অফিসের তরফ থেকে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দেখা মিলবে পুজোতেই।

Advertisements

Advertisements

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের উপর ৩.১ কিলোমিটার এলাকা জুড়ে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই ঘূর্ণাবর্ত ছাড়াও উত্তর আন্দামান সাগরে আগামী রবিবার তৈরি হবে একটি নিম্নচাপ। নিম্নচাপটি তৈরি হওয়ার পর ৪-৫ দিনের মধ্যে তা এগিয়ে যাবে উত্তর-পশ্চিম দিকে। আর এর সরাসরি প্রভাব পড়বে দক্ষিণ ওড়িশা, অন্ধ্র প্রদেশ উপকূলে। বৃষ্টি হবে পশ্চিমবঙ্গেও।

Advertisements

এছাড়াও হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার এবং শুক্রবার রাজ্যের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। এরপর শনিবার থেকে আবহাওয়ার কিছুটা হলেও উন্নতি লক্ষ্য করা যাবে। আবহাওয়ার উন্নতি থাকবে মহাসপ্তমী পর্যন্ত। এই সময় পর্যন্ত তার কোনো প্রতিকূল পরিস্থিতি লক্ষ্য করা যাবে না।

তবে মহাষ্টমীর দিন থেকেই জোরালো হতে পারে কালো মেঘের ভ্রুকুটি। মহাষ্টমীর দিন থেকে মেঘের ভ্রুকুটি দেখা যাওয়ার পাশাপাশি মহানবমী এবং বিজয়া দশমীর দিন বৃষ্টির জোরালো ইনিংস লক্ষ্য করা যেতে পারে। পুজোর শেষ দুদিন উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি জেলাগুলিতে ঝমঝমিয়ে বৃষ্টি লক্ষ্য করা যাবে। অন্যান্য জেলাগুলিতে মাঝারি ধরনের বৃষ্টি লক্ষ্য করা যাবে।

প্রসঙ্গত, চলতি বছর লাগাতার বৃষ্টি এবং পুজোর আগে নিম্নচাপের বিধ্বংসী বৃষ্টি ও বিভিন্ন জলাধারের জল ছাড়ার কারণে ইতিমধ্যেই প্লাবিত হয়েছে রাজ্যের বেশ কিছু এলাকা। পুজোর আগে বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। এমত অবস্থায় তারা ঘুরে দাঁড়ানোর আশা দেখলেও নতুন করে বৃষ্টির আশঙ্কা তৈরি হওয়ায় কপালে ভাঁজ পড়তে শুরু করেছে ওই সকল মানুষদের।

Advertisements