ফের সক্রিয় মৌসুমী বায়ু, ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

নিজস্ব প্রতিবেদন : দক্ষিণবঙ্গে গত সপ্তাহে বৃষ্টির পর রবিবার থেকে আবহাওয়া সম্পূর্ণ বদলে যায়। তীব্র গরমে নাজেহাল হয়ে ওঠে বাসিন্দাদের। এরপর ফের মৌসুমী বায়ু সক্রিয় হয় মঙ্গলবার থেকে। মঙ্গলবার রাতে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জেলায় দফায় দফায় বৃষ্টিপাত হয়। এমনকি বেশ কিছু এলাকায় এই বৃষ্টিপাত চলে বুধবার সকাল পর্যন্ত।

মঙ্গলবার রাতের বৃষ্টিপাত বেশ কিছু জায়গায় রেকর্ড সৃষ্টি করে। দমদমে বৃষ্টি হয় ৭৯ মিলিমিটার, আলিপুরে হয় ৩৯ মিলিমিটার, বাঁকুড়ায় ৮৯ মিলিমিটার, পুরুলিয়ায় ৮৪ মিলিমিটার, আসানসোলে ৫১ মিলিমিটার বৃষ্টি হয়। এই বৃষ্টির কারণে বেশ কিছু জায়গায় জল জমে যায়। পাশাপাশি মঙ্গলবার রাতের প্রবল বৃষ্টির কারণে বুধবার সকাল থেকেই বেশকিছু জলাধার থেকে জল ছাড়া শুরু হয়। বুধবার ম্যাসাঞ্জোর জলাধার থেকে ১৫ হাজার কিউসেক জল ছাড়া হয়। একইভাবে বীরভূমের তিলপাড়া জলাধার থেকে জল ছাড়া হয় প্রায় ১৮ হাজার কিউসেক জল।

আর এর পাশাপাশি বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে প্রবল বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে বেসরকারী হাওয়া অফিসের তরফ থেকে। বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া ইত্যাদি জেলাতে। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে উত্তর ভারতে অবস্থিত একটি অক্ষরেখার টানে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণে জলীয়বাষ্প ঢুকেছে দক্ষিণবঙ্গে। আর এই বিপুল জলীয়বাষ্পের কারণেই বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। তবে বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা দেখা দিলেও শুক্রবার থেকে বৃষ্টি কমার কথা জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে।