আগামী সপ্তাহে ফের টানা বৃষ্টি, নিম্নচাপের পূর্বাভাস হওয়া অফিসের

নিজস্ব প্রতিবেদন : দিন কয়েকের টানা বৃষ্টির পর শনিবার সকাল থেকে আবহাওয়ার কিছুটা হলেও উন্নতি হয়। সকাল থেকে বিক্ষিপ্তভাবে রোদের দেখা মিলে। তবে ফের মেঘ সঞ্চার হতে দেখা যায় দক্ষিণবঙ্গের আকাশে। হাওয়া অফিসের পূর্বাভাস আবার আগামী সপ্তাহে টানা বৃষ্টির সম্মুখীন হবে দক্ষিণবঙ্গ। রবিবার থেকে সোমবারের মধ্যে বঙ্গোপসাগরে আবার নতুন করে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

আলিপুর হাওয়া অফিসের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “আগস্ট মাসের ২৩ থেকে ২৪ তারিখ আবার নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। আর এই নিম্নচাপের কারণে আবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সোম, মঙ্গল এবং বুধবার বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি উপকূলবর্তী এলাকাগুলিতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।”

আগামী সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। একই ভাবে মঙ্গলবার অতি ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম ও পূর্ব মেদিনীপুরে। এই জেলাগুলির ছাড়াও মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমানেও। বুধবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। বুধবার বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমানে এবং বীরভূমে।

পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন করে এই নিম্নচাপের প্রভাব পড়বে উত্তর ও মধ্য ভারতের রাজ্যগুলিতেও। পশ্চিমবঙ্গের পাশাপাশি বৃষ্টি বাড়বে ওড়িশাতে। এছাড়াও আগামী বুধবার থেকে প্রবল বৃষ্টি দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী জেলা ঝাড়খন্ডেও। আর ঝাড়খন্ডে বৃষ্টি বাড়লে চিন্তা বাড়বে পশ্চিমবঙ্গের।