Heavy Rainfall Alert in South Bengal: বাংলাদেশের উপর সাইক্লোনিক সার্কুলেশন! ধেয়ে আসছে ৫০-৬০ কিমি বেগে ঝড়, ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : এপ্রিল মাসের ১৫ তারিখ থেকে বাংলার দক্ষিণবঙ্গে (South Bengal) শুরু হয়েছিল তাপমাত্রা বৃদ্ধির ধারাবাহিকতা। তবে শেষমেষ গত রবিবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ায় পরিবর্তন আসতে শুরু করে। ঝড় বৃষ্টির কারণে ধীরে ধীরে তাপমাত্রার পারদ নিম্নমুখী হয়। এখন কিছুটা হলেও স্বস্তি ফিরেছে দক্ষিণবঙ্গে। তাপমাত্রার পারদ এখন অনেকটাই স্বাভাবিক।

Advertisements

গত সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পর বুধবার সেই ভাবে কোথাও ঝড়-বৃষ্টির দেখা না মিললেও ফের ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড় এবং ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। নতুন করে এই পূর্বাভাস দেওয়া হয়েছে মূলত বিশাল এলাকা জুড়ে সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হওয়ার কারণে।

Advertisements

দক্ষিণবঙ্গে গত কয়েক দিন ধরে লাগাতার শুষ্ক পশ্চিমা ও উত্তর-পশ্চিমা বায়ু প্রবেশ করার কারণেই এমন তাপমাত্রা ঊর্ধ্বমুখী হয়েছিল। তবে এখন বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করার ফলে ঝড় বৃষ্টির মতো পরিস্থিতি তৈরি করেছে। একটি সাইক্লোনিক সার্কুলেশন বাংলাদেশ এবং পার্শ্ববর্তী অঞ্চলের মধ্যে অবস্থান করছে। যেটি সমুদ্রপৃষ্ট থেকে ১.৫ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। অন্যদিকে একইভাবে আরও একটি সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছে উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ এবং পার্শ্ববর্তী এলাকায়।

Advertisements

আরও পড়ুন ? Weather Update: নামমাত্র না ঝেঁপে! এবার কেমন হবে বর্ষা, জানিয়ে দিল হাওয়া অফিস

অন্যদিকে দক্ষিণ ঝাড়খন্ড থেকে পশ্চিম মধ্যপ্রদেশ পর্যন্ত নিম্নচাপ এলাকাটি এখন ওড়িশা উত্তরের অভ্যন্তরীণ এলাকা থেকে ছত্তিশগড় ও মধ্যপ্রদেশ হয়ে দক্ষিণ পূর্ব রাজস্থান পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানা গিয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। আর এর ফলে ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ের পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার কোন কোন অংশে।

দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই এমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ১০ মে অর্থাৎ শুক্রবার। অন্যদিকে শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের তিন জেলায়। দক্ষিণবঙ্গের যে তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই তিন জেলা হলো পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। এই সকল জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টির পূর্বাভাস রয়েছে আর সেই কারণে হাওয়া অফিসের তরফ থেকে কমলা সর্তকতা জারি করা হয়েছে।

Advertisements