নিজস্ব প্রতিবেদন : এল নিনোর প্রভাবে বৃষ্টির পরিমাণ কমে যাবে এমনই পূর্বাভাস ছিল হাওয়া অফিসের। তবে সেই প্রভাবকে কাটিয়ে আপাতত স্বাভাবিক বৃষ্টি (Rain) দেখছে দক্ষিণবঙ্গ (South Bengal)। এরই মধ্যে ঘূর্ণাবর্তের চোখ রাঙানিতে রবিবার ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ৫ জেলায়। হাওয়া অফিসের (IMD) তরফ থেকে এমনই পূর্বাভাস দেওয়া হয়েছে। আর এই পূর্বাভাসে কিছুটা হলেও স্বস্তির মুখোমুখি দক্ষিণবঙ্গ।
তবে দক্ষিণবঙ্গের থেকেও বৃষ্টির পরিমাণ অনেক বেশি থাকবে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে রবিবার অতিবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের ৫ জেলা এবং উত্তরবঙ্গ ছাড়াও অন্যান্য জেলাগুলিতেও রবিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। মূলত মৌসুমি অক্ষরেখা এবং ঘূর্ণাবর্ত এই দুইয়ের যাঁতাকলের কারণেই দক্ষিণবঙ্গ এমন খরা কাটিয়ে বৃষ্টির মুখোমুখি।
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে গোরক্ষপুর দ্বারভাঙা থেকে বালুঘাট হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত হয়েছে মৌসুমী অক্ষরেখা। অন্যদিকে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বিহার এবং উত্তরপ্রদেশের উপর। বিহারের ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর দিয়ে বিস্তৃত হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত। আর এর জন্যই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ছে।
বিহারের ঘূর্ণাবর্ত থেকে দক্ষিণবঙ্গের উপর যে অক্ষরেখা বিরাজ করছে সেই অক্ষরেখার প্রভাবে শনিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই আকাশ মেঘে ঢাকা পড়তে শুরু করে। এরপরই বেশ কিছু জেলায় শুরু হয় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি। হাওয়া অফিসের পূর্বাভাস এই বৃষ্টিপাত রবিবার অর্থাৎ আগামীকাল বাড়বে দক্ষিণবঙ্গে। বৃষ্টি বাড়ার ফলে তাপমাত্রার পারদেরও পতন দেখা যাবে এবং স্বস্তির মধ্যে রবিবার কাটবে বাসিন্দাদের।
দক্ষিণবঙ্গের যে পাঁচ জেলায় বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই পাঁচটি জেলা হলো উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া। এই পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। এর পাশাপাশি হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান সহ অন্যান্য বেশ কিছু জেলাতেও।