কলকাতা: দিন কয়েক ধরে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কম থাকলেও বুধবার থেকে ফের বাড়তে শুরু করেছে বৃষ্টি। বুধবারের পাশাপাশি বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সন্ধ্যার পর থেকে মুষলধারে বৃষ্টি দেখা যায়। এরই মধ্যে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, বৃষ্টির পরিমাণ (Rainfall Forecast) বাড়বে। মূলত নিম্নচাপের কারণেই বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার আকাশ মেঘে ঢাকা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার রাজ্যের সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তুলনামূলকভাবে শুক্রবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে বলে জানানো হলেও শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ আরও বাড়বে।
একটি নিম্নচাপ বর্তমানে উত্তর বাংলাদেশের উপর অবস্থান করছে। সেই নিম্নচাপ ধীরে ধীরে পশ্চিম দিকে এগোচ্ছে। এই নিম্নচাপটি ১২ ঘণ্টার মধ্যে ধীরে ধীরে এগিয়ে পশ্চিমবঙ্গের উপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে এগোবে। আবহাওয়া দপ্তর সূত্রে যা জানা যাচ্ছে তাতে খুব ধীর গতিতে এই নিম্নচাপ পশ্চিমবঙ্গের উপর দিয়ে ২-৩ দিনের মধ্যে ঝাড়খন্ডে প্রবেশ করবে। অন্যদিকে সক্রিয় মৌসুমী অক্ষরেখা বিহার থেকে পশ্চিমবঙ্গ হয়ে নিম্নচাপের উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, গতকাল উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, দ্বিতীয় আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে ঝাড়খন্ড ও উত্তর প্রদেশে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ওই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে। আর এসবের ফলেই সমুদ্র উত্তাল থাকবে। উত্তর বঙ্গোপসাগরে ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা হওয়া বইতে পারে। পরিস্থিতির দিকে তাকিয়ে শনিবার ও রবিবার পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বর্তমানে যারা সমুদ্রে রয়েছেন তাদের অবিলম্বে শুক্রবারের মধ্যে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়ার দিকে নজর রেখে শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে সমুদ্র উপকূলবর্তী এলাকা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির বেশ কিছু অংশে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ আরো বৃদ্ধি পাওয়ার পাশাপাশি রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির দেখা মিলবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। বৃষ্টির কারণে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রায় পতন লক্ষ্য করা যাবে রাজ্যজুড়ে।