রবিবার দক্ষিণবঙ্গের ৮ জেলায় ঝড়ো হাওয়ার সাথে ভারী বৃষ্টির পূর্বাভাস

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : আগামীকাল অর্থাৎ রবিবার দক্ষিণবঙ্গের ৮ জেলায় ঝড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হলো হাওয়া অফিসের তরফ থেকে। অফিসের তরফ থেকে দুর্যোগের এই সতর্কবার্তা দেওয়ার পাশাপাশি মৎস্যজীবীদের সমুদ্রের যাওয়ার ক্ষেত্রে সতর্ক করা হয়েছে।

Advertisements

Advertisements

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, পূর্ব ও মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তের প্রভাবে আজই একটি নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরের এই এলাকায়। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ওই নিম্নচাপ ক্রমশ পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলের দিকে এগিয়ে যেতে থাকবে। শনিবার বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপ রবিবার গভীর নিম্নচাপে তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

Advertisements

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, ঘূর্ণাবর্ত এবং ঘূর্ণাবর্ত থেকে তৈরি হওয়া নিম্নচাপের কারণে আগামী দু’দিন সমুদ্র উত্তাল থাকবে। যে কারণে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ওই সকল মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

রবিবার থেকে দক্ষিণবঙ্গের যে সকল জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই সকল জেলাগুলি হল উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ায়। পাশাপাশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে ঘন্টায় ৩০-৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়।

তবে বৃষ্টি হলেও বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে অস্বস্তিকর পরিবেশ থেকে মুক্তি মিলবে না রাজ্যের বাসিন্দাদের। পাশাপাশি যেসকল জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই সেইসকল জেলাগুলিতে মেঘলা আকাশ থাকার কারণে গরম এবং অস্বস্তিকর পরিবেশ আরও বাড়বে।

Advertisements