রাতভর দফায় দফায় বৃষ্টি, কালীপুজো নিয়ে আশার আলো শোনালো আবহাওয়া দপ্তর

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : ঠিক দু’দিন পরেই রয়েছে ভূত চতুর্দশী, রবিবার কালীপুজো। গত সপ্তাহেই আবহাওয়া দপ্তর পূর্বাভাস নিয়েছিল কালীপুজোর আনন্দ মাটি হতে পারে বৃষ্টির জেরে। কার্যত সেই আশঙ্কাকেই সত্যি করে বুধবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের আকাশে দেখা দেয় মেঘের ঘনঘটা। শুরু হয় বৃষ্টি, বুধবার রাতভর চলার পর বৃহস্পতিবার সকাল থেকেই একনাগাড়ে বৃষ্টি দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জেলা জুড়ে।

আর এই বৃষ্টি নিয়েই আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার পর্যন্ত একই রকম আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বাড়বে বৃষ্টির পরিমাণ। বঙ্গোপসাগরের তৈরি হওয়া নিম্নচাপের জেরে কালীপুজোর আগে বৃষ্টি নিয়ে এই ভোগান্তি বঙ্গবাসীর।

তবে এরই মাঝে আবহাওয়া দপ্তর বৃষ্টি নিয়ে আশার আলো শুনিয়েছে।শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হলেও রবিবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে। এখনো পর্যন্ত যে তথ্য রয়েছে তাতে মনে করা হচ্ছে কালী পূজোর আনন্দে বাঁধ সাধবে না বৃষ্টি।

কিন্তু তাহলেও পুজোর মুখে এমন মুষলধারে বৃষ্টিতে চিন্তার ভাঁজ ফেলেছে পুজো উদ্যোক্তা থেকে বাজি ব্যবসায়ীদের মধ্যে। এছাড়াও হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, নিম্নচাপ সরে গেলেই এরাজ্যে ঢুকতে পারে উত্তরে হাওয়া।