Weather South Bengal: নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

Shyamali Das

Published on:

Advertisements

কলকাতা: দিন কয়েক ধরেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি বেড়েছে। কোথাও ভারী তো আবার কোথাও অতি ভারী বৃষ্টির দেখা মিলছে। কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিরও দেখা মিলেছে। দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather South Bengal) প্রসঙ্গে হাওয়া অফিস যা জানিয়েছে তাতে ২৬ আগস্ট অর্থাৎ সোমবার পর্যন্ত এমনটা চলতে থাকবে।

Advertisements

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গে বৃষ্টি বৃদ্ধি পাওয়ার পিছনে রয়েছে নিম্নচাপ ও ঘূর্ণাবর্ত। দুয়ের কারণে দক্ষিণবঙ্গে আপাতত ২৬ আগস্ট সোমবার পর্যন্ত এমন পরিস্থিতি বজায় থাকবে। মঙ্গলবার থেকে বৃষ্টি কম হতে পারে বলে জানানো হয়েছে। বাংলাদেশ থেকে একটি নিম্নচাপ ধীরে ধীরে পশ্চিমবঙ্গের উপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাওয়া এবং উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার ফলেই বৃষ্টির পরিমাণ বেড়েছে।

Advertisements

দক্ষিণবঙ্গে জুলাই মাস পর্যন্ত বৃষ্টির ঘাটতি থাকার পর আগস্ট মাসে ধাপে ধাপে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে বৃষ্টির ঘাটতি অনেকটাই মিটেছে। আর এই বৃষ্টির ঘাটতি কমার ফলে চাষিরা এখন তাদের চাষাবাদ নিয়ে আশার আলো দেখতে পাচ্ছেন। অন্ততপক্ষে আগস্টের বৃষ্টিতে চাষ ভালো হবে বলেই আশা করছেন তারা।

Advertisements

আরও পড়ুন : Money Fraud: OTP নেই, ট্রানজেকশন মেসেজ নেই! এমনি এমনি অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল ২ লক্ষ ২৫ হাজার টাকা

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ২৬ আগস্ট পর্যন্ত ৭ থেকে ২০ সেন্টিমিটার অর্থাৎ অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু জায়গায়। ৭ থেকে ১১ সেন্টিমিটার অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, কলকাতা, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া জেলায়। এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়ার মত জেলাতেও।

অন্যদিকে আবহাওয়ার এমন পরিস্থিতির দিকে তাকিয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে মৎস্যজীবীদের জন্য বেশ কিছু সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের আগেই সমুদ্র থেকে ফিরে আসার নির্দেশ দিয়েছিল। আর এখন যে পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তাতে আগামী ২৬ আগস্ট অর্থাৎ সোমবার পর্যন্ত কোনো মৎস্যজীবীই যেন সমুদ্রে না যান তার জন্য সতর্ক করা হয়েছে। মূলত ঘন্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার গতিবেগে ঝড়ের পাশাপাশি দমকা হাওয়ার গতিবেগ ঘন্টায় ৫৫ কিলোমিটার থাকতে পারে বলেই এমন পূর্বাভাস জারি করা হয়েছে।

Advertisements