Weather Update: কমবে গরম, টানা ৩ দিন তুফান মাচাবে বৃষ্টি একাধিক জেলা! জারি হল অরেঞ্জ অ্যালার্ট

Shyamali Das

Published on:

Advertisements

কলকাতা : দিন দুয়েক ধরে আকাশ মেঘে ঢাকা থাকলেও সেই ভাবে বৃষ্টির দেখা মেলেনি। কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টি হলেও তাপমাত্রার পারদ কমেনি। বরং দিন কয়েক ধরেই বৃষ্টি কম হওয়ার কারণে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বাড়ছে তাপমাত্রার পারদ। তবে এবার গরম কমবে আর টানা ৩ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে তুফান মাচাবে রাজ্যের একাধিক জেলা। আবহাওয়া অফিসের পূর্বাভাসে (Weather Update) এমনই জানানো হয়েছে, আর সঙ্গে সঙ্গে জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট।

Advertisements

আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, গঙ্গানগর থেকে শুরু করে পশ্চিমবঙ্গের পুরুলিয়া, দিঘা হয়ে পূর্ব দক্ষিণ-পূর্ব থেকে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত। এছাড়াও একটি ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। আর এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার তৈরি হয়েছে।

Advertisements

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ১৬ আগস্ট অর্থাৎ শুক্রবার অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। এই তিন জেলায় শুক্রবার ৭ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই তিন জেলার জন্য হাওয়া অফিসের তরফ থেকে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। অন্যদিকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া ও হুগলি জেলার জন্য। এই চার জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং যে কারণে ইয়োলো অ্যালার্ট জারি করা হয়েছে।

Advertisements

আরও পড়ুন : CL Rules: সিএল-এর নিয়মে বদল আনল রাজ্য সরকার, না মানলে রাজ্য সরকারি কর্মচারীদের কাটা যাবে বেতন

শনিবার অর্থাৎ ১৭ আগস্ট ৭ থেকে ২০ সেন্টিমিটার অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। এই চার জেলার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। ৭ থেকে ১১ সেন্টিমিটার অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যান্য জেলাগুলিতে। অন্যান্য জেলাগুলিতে শনিবার হলুদ সর্তকতা জারি করা হয়েছে। রবিবার দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম ও পুরুলিয়ায় ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের ক্ষেত্রে কালিম্পং, আলিপুরদুয়ার জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার। এছাড়াও মালদা ও উত্তর দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সকল জেলায় শুক্রবার পর্যন্ত হলুদ সর্তকতা জারি করা হয়েছে।

Advertisements