নিজস্ব প্রতিবেদন : ঝাড়খন্ড থেকে সরে এসে ঘূর্ণাবর্তের অবস্থান এখন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। এর পাশাপাশি গতকাল থেকে নিম্নচাপ অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত অবস্থানের কারণে রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস (Very Heavy Rainfall Alert) দিল হাওয়া অফিস। শুধু পূর্বাভাস নয়, এর পাশাপাশি পরিস্থিতির দিকে তাকিয়ে কোথাও কমলা সর্তকতা, কোথাও আবার হলুদ সর্তকতা জারি করা হয়েছে।
নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের চোখ রাঙানির দিকে তাকিয়ে হাওয়া অফিসের তরফ থেকে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ দুই এলাকার জন্যই সর্তকতা জারি করা হয়েছে। হাওয়া অফিসের তরফ থেকে ৫ আগস্ট পর্যন্ত সর্তকতা জারি করা হয়েছে। কেননা আগামী ৫ আগস্ট পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
হাওয়া অফিসের তরফ থেকে যা জানানো হয়েছে তাতে ১ আগস্ট অর্থাৎ বৃহস্পতিবার কমলা সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের ৭ জেলার জন্য। দক্ষিণবঙ্গের ওই ৭ জেলায় বৃহস্পতিবার ৭ থেকে ২০ সেন্টিমিটার অর্থাৎ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যে ৭ জেলার জন্য এমন সর্তকতা জারি করা হয়েছে সেগুলি হল হুগলি, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। এছাড়াও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বৃহস্পতিবার ৭ থেকে ১১ সেন্টিমিটার অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২ আগস্ট অর্থাৎ শুক্রবার দক্ষিণবঙ্গের তিন জেলার জন্য হলুদ সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। যে তিন জেলা হলো পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পুরুলিয়া। এই সকল জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আর এর ফলে নিচু এলাকায় জল জমার মতো ঘটনা ঘটতে পারে বলেও জানানো হয়েছে।
এবার যদি উত্তরবঙ্গের দিকে তাকানো যায় তাহলে দেখা যাবে, ১ আগস্ট অর্থাৎ বৃহস্পতিবার থেকে ৫ আগস্ট সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই কয়েকদিনের মধ্যে কিছু কিছু জেলায় আবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে মালদায়। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। শনিবার কোন সতর্কতা নেই। রবিবার কালিম্পং ও আলিপুরদুয়ারের কোন কোন জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। সোমবার অতি ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ারের কোন কোন জায়গায় এবং ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহারে।