Helicopter Crashed: সড়কপথের মত সুইমিংপুলের উপর আকাশে সংঘর্ষে জড়ালো দুই হেলিকপ্টার! মুহূর্তে ভাইরাল হল ভিডিও

নিজস্ব প্রতিবেদন : সড়কপথে যাতায়াতের ক্ষেত্রে বিভিন্ন সময়ে নানান ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। হামেশাই এই ধরনের দুর্ঘটনার খবর সামনে আসতে দেখা যায়। যে সকল দুর্ঘটনার মধ্যে অনেক দুর্ঘটনায় দেখা যায় এক যানবাহনের সঙ্গে অন্য যানবাহনের সংঘর্ষের। তবে এই ধরনের ঘটনা যে মাঝ আকাশেও হতে পারে তা একপ্রকার অবিশ্বাস্য।

যানবাহনের একে অপরের সঙ্গে সংঘর্ষের মতো দুই হেলিকপ্টারের সংঘর্ষ বাঁধার (Helicopter Crashed) বিষয়টি অবিশ্বাস্য হলেও এমনই ঘটনা ঘটে গেল মঙ্গলবার। যে ঘটনায় ইতিমধ্যেই ১০ জন প্রাণ হারিয়েছেন বলে জানা যাচ্ছে। অন্যদিকে সেই ঘটনার ভিডিও বিভিন্ন জায়গা থেকে মোবাইল বন্দি করা হয় এবং সেগুলি পরে সোশ্যাল মিডিয়ায় আপলোড করলে ভাইরাল হয়ে পড়ে।

মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের এমন সংঘর্ষ বাঁধার ঘটনাটি ঘটেছে মালয়েশিয়ায়। যে দুটি হেলিকপ্টারের মধ্যে এমন সংঘর্ষ বাঁধে সেই দুটি হেলিকপ্টার মালয়েশিয়ার নৌ বাহিনীর বলেই জানা যাচ্ছে। ইতিমধ্যেই মালয়েশিয়া সরকারের তরফ থেকে এ বিষয়ে বিবৃতি জারি করা হয়েছে এবং ১০ জনের মৃত্যুর খবর স্বীকার করা হয়েছে।

আরও পড়ুন 👉 Metro Viral Video: মেট্রোয় জোর করে পুরুষের কোলে বসলেন মহিলা যাত্রী, বললেন ‘রাতে বুঝবেন!’

মালয়েশিয়া সরকারের তরফ থেকে জানা গিয়েছে, মঙ্গলবার সকালবেলায় তাদের রয়্যাল মালয়েশিয়ান নেভি প্যারেডের মহড়া চলছিল। সেই সময় এমন দুর্ঘটনা ঘটে এবং দুটি হেলিকপ্টারের মধ্যে একটিতে থাকা ৭ জন এবং অন্যটিতে থাকা ৩ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এমন দুর্ঘটনার পর রীতিমতো আতঙ্ক ছড়ায় এলাকায়। মালয়েশিয়ার নৌবাহিনীর সেনাদের মধ্যে ছোটাছুটি শুরু হওয়ার পাশাপাশি যে সুইমিংপুলের মাথার উপর এমন ঘটনা ঘটে সেখানে থাকা ব্যক্তিদেরও ছোটাছুটি করতে দেখা যায়।

জানা যাচ্ছে মঙ্গলবার সকাল ৯:৩২ মিনিটে পশ্চিমাঞ্চলীয় পেরাক রাজ্যের লুমুত নৌঘাঁটিতে এমন মহড়া চলছিল। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, মহড়া চলার সময় একসঙ্গে বেশ কয়েকটি হেলিকপ্টার উড়ে আসে। যাদের মধ্যে এইচওএম এম৫০৩-৩ এবং ফেনেক এম৫০২-৬ হেলিকপ্টার দুটির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষ বেঁধে যায়। এরপরই ওই দুটি হেলিকপ্টার বেশ কিছু দূরে ছিটকে পড়ে।