Vaishnadevi Temple: আরো সহজে হবে বৈষ্ণদেবী দর্শন! চালু হল হেলিকপ্টার পরিষেবা, দেখে নিন বুকিং পদ্ধতি

Antara Nag

Published on:

Helicopter service started for visiting Vaishnadevi temple: মা দুর্গা! সমস্ত শক্তির আধার মনে করা হয় তাকে। মা দুর্গা অথবা সেই আদিশক্তির আরেক রূপ বিরাজমান বৈষ্ণদেবী মন্দিরে। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই মন্দিরটি অত্যন্ত জনপ্রিয়। পুরাণে বলা হয়েছে মহালক্ষী মহা সরস্বতী এবং মহাকালী দেবীর এই ৩ রূপের সম্মিলিত প্রকাশ ঘটেছিল বৈষ্ণদেবী রূপে। তিনি সর্বশক্তির আঁধার। তিনি সর্ব সৃষ্টির সাথে যুক্ত। উত্তর ভারতীয়রা বৈষ্ণদেবীকে মা সেরাবালি রূপে চিহ্নিত করে থাকেন। হিন্দু ধর্মগ্রন্থ শ্রীমৎ ভাগবত গীতায় তাঁকে রুদ্র সুন্দরী বলেও চিহ্নিত করা হয়েছে। সারা বিশ্বে বসবাসকারী হিন্দুদের কাছে অত্যন্ত জনপ্রিয় মায়ের বৈষ্ণদেবী রূপ। প্রতিদিন বহু মানুষ তার দর্শনে যান বৈষ্ণদেবী মন্দিরে (Vaishnadevi Temple)।

বৈষ্ণদেবীর মন্দির (Vaishnadevi Temple) অবস্থিত পাহাড়ের চূড়ার উপর। জম্মু-কাশ্মীরের কাটরা জেলায় অবস্থিত এই মন্দির। প্রতিদিন প্রায় কয়েকশো পুণ্যার্থী মায়ের দর্শন করতে আসেন। বেশিরভাগই আসেন পায়ে হেঁটে অথবা ঘোড়ায় চড়ে। হেলিকপ্টার পরিষেবাও চালু রয়েছে কিন্তু সমস্যাও রয়েছে কিছু। হেলিকপ্টার পরিষেবা গ্রহণ করে পাহাড়ের উপরে পৌঁছানো যায় ঠিকই, কিন্তু হেলিপ্যাড থেকে বৈষ্ণদেবীর মন্দিরের দূরত্ব বেশ কিছুটা। সেই পথটুকু পুণ্যার্থীদের হেঁটে যাতায়াত করতে হয়। বহু পূণ্যর্থীর ক্ষেত্রে এই মন্দিরটিতে যাতায়াত করা একটু অসুবিধা জনক। তাই সরকারের পক্ষ থেকে চালু করা হয়েছে নতুন হেলিকপ্টার পরিষেবা।

সব বয়সের, সব ধরনের পূণ্যর্থীদের জন্য সুখবর। উচ্চতার কারণে, যাতায়াতের অসুবিধার কারণে বৈষ্ণদেবী যাওয়া থেকে আর কাউকে পিছু হটতে হবে না। খুব সহজেই মন্দিরে পৌঁছে যেতে পারবেন যেকোন পুণ্যার্থী। হেলিকপ্টার পরিষেবা আরো উন্নত হতে চলেছে বৈষ্ণদেবী মন্দিরের (Vaishnadevi Temple) জন্য। এতদিন পর্যন্ত জম্মু-কাশ্মীর থেকে সাঞ্জিছত পর্যন্ত হেলিকপ্টার পরিষেবা দেওয়া হতো। এখন সেই পরিষেবার মাত্রা আরো বেশ কিছুটা বাড়ানো হয়েছে। জম্মু থেকে সরাসরি মন্দিরের অনেকটা কাছে পাওয়া যাবে হেলিকপ্টার পরিষেবা। পূণ্যর্থীদের সুবিধার্থে ১৮ই জুন থেকে চালু করা হয়েছে এই পরিষেবা।

আরও পড়ুন 👉 Ma Canteen: আরও বেশি জায়গায় মিলবে ৫ টাকায় ডিম ভাত! মা ক্যান্টিন নিয়ে নতুন আপডেট দিল রাজ্য

এতদিন পর্যন্ত জম্মু থেকে কাটরা হয়ে তবে বৈষ্ণদেবী পৌঁছানো যেত। এখন আর কাটরায় নামার কোন প্রয়োজন পড়বে না। জম্মু থেকে সরাসরি হেলিকপ্টার পরিষেবার মাধ্যমে মন্দিরের অনেকটা কাছ অব্দি পৌঁছে যাওয়া যাবে। পূণ্যর্থীদের সুবিধার্থে, সকলের কথা চিন্তা করে এমন পরিষেবা চালু করা হয়েছে বলে জানিয়েছে বৈষ্ণদেবী শ্রাইন বোর্ড। হেলিকপ্টার পরিষেবা গ্রহণ করার জন্য ওয়েবসাইটে আবেদন করতে হবে। বৈষ্ণদেবী শ্রাইন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন বুকিং করাতে হবে। অনলাইন সার্চ করলেই বৈষ্ণদেবীর শ্রাইন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট টি পাওয়া যাবে।

বৈষ্ণদেবী শ্রাইন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করলে কিছু প্রয়োজনীয় নথিপত্র জমা করতে হবে সেখানে। তারপরে অনলাইনে কাটা যাবে টিকিট। টিকিটটি সরাসরি আপনার ব্যক্তিগত ইমেল অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে কর্তৃপক্ষের তরফ থেকে। শুধু দর্শন নয়, বৈষ্ণদেবী সম্পূর্ণ ভ্রমণই করতে পারবেন এই হেলিকপ্টার পরিষেবার মাধ্যমে। আপনি যদি ১ দিনের মধ্যে বৈষ্ণদেবী ভ্রমণ (Vaishnadevi Temple) করে ফিরে আসতে চান, তাহলে আপনার মাথাপিছু ভাড়া পড়বে ৩৫ হাজার টাকা। আর যদি ১ রাত থেকে সম্পূর্ণ মন্দির চত্বর ভ্রমণ করে পরের দিন ফিরতে চান, তাহলে খরচ পড়বে মাথাপিছু ৬০ হাজার টাকা।