Traffic Rules: বাইক চালানো নিয়ে ১ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম আসছে, না মানলে জরিমানা

Shyamali Das

Published on:

Advertisements

বাংলাএক্সপি ডেস্কঃ এখনকার দিনে বাড়িতে বাড়িতে পৌঁছে গিয়েছে মোটরবাইক। তবে বাড়িতে বাড়িতে মোটরবাইক পৌঁছে গেলেও মোটরবাইক চালানোর ক্ষেত্রে কিন্তু বড় সংখ্যার চালকদের ট্রাফিক নিয়ম (Traffic Rules) মেনে চলতে দেখা যায় না। ট্রাফিক নিয়ম অমান্য করে রাস্তায় মোটরবাইক বের করে বহু চালকদের জরিমানার মুখোমুখি হতে হয়। ঠিক সেই রকমই ১ সেপ্টেম্বর থেকে নতুন এক নিয়ম আসছে আর সেই নিয়ম অমান্য করলে জরিমানা অনস্বীকার্য।

Advertisements

মোটরবাইক চালানোর ক্ষেত্রে যে সকল নিয়ম রয়েছে সেই সকল নিয়মের মধ্যে অন্যতম একটি নিয়ম হল হেলমেট পরা। বর্তমানে অধিকাংশ মোটর বাইক চালকরা মোটরবাইক চালানোর সময় হেলমেট পরেন। কিছু কিছু মানুষ রয়েছেন যারা এখনো হেলমেট না পরেই বাইক নিয়ে ছুটে যান। তবে এবার এই হেলমেট পরার ক্ষেত্রেই নতুন নিয়ম আসছে আর সেই নিয়ম অনুযায়ী ভুল করলেই জরিমানা দিতে হবে।

Advertisements

হেলমেট পরার ক্ষেত্রে নতুন যে নিয়ম আসছে সেই নিয়ম অনুযায়ী কেবলমাত্র মোটরবাইক চালক হেলমেট পরলে হবে না। এর পাশাপাশি ওই মোটরবাইকে দ্বিতীয় যে জন থাকবেন অর্থাৎ আরোহীকেও হেলমেট পরতে হবে। এমন নিয়ম ট্রাফিক নিয়মে থাকলেও তা কিন্তু অধিকাংশ জায়গাতেই মেনে চলতে দেখা যায় না। তবে এবার এই বিষয়টি নিয়ে আদালত নড়েচড়ে বসেছে এবং আদালতের সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে মোটরবাইক চালকের পাশাপাশি আরোহীরও হেলমেট থাকা বাধ্যতামূলক।

Advertisements

আরও পড়ুন : Birbhum News: শিক্ষিকাদের লড়াই, ধর্না, মাঝে পড়ে পড়াশুনা লাটে উঠল পড়ুয়াদের

কলকাতা সহ বিভিন্ন জায়গায় চালক ও আরোহী দুজনের ক্ষেত্রেই হেলমেট না থাকলে জরিমানা করা হয়। কিন্তু এমন মেট্রো সিটি বাদ দিয়ে বাকি জায়গায় করা হয় না বললেই চলে। এই বিষয়টি নিয়েই এবার অন্ধ্রপ্রদেশের উচ্চ আদালত নড়েচড়ে বসেছে এবং আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে চালক ও আরোহী দুজনকেই ভালোভাবে হেলমেট পরতে হবে।

দেশের কলকাতা, দিল্লি সহ বড় বড় মেট্রো সিটিতে এমন নিয়ম কার্যকর থাকলেও অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে এমনটা দেখা যায় না। এরই পরিপ্রেক্ষিতে অন্ধ্রপ্রদেশের উচ্চ আদালত এবার যে নির্দেশ দিয়েছে তা ১ সেপ্টেম্বর থেকে বিশাখাপত্তনামে কার্যকর হতে চলেছে। আদালতের তরফ থেকে দেওয়া এই নির্দেশের পরিপ্রেক্ষিতে নিয়ম না মানলে এবার ১০৩৫ টাকা জরিমানা গুনতে হবে। সুতরাং আদালতের নির্দেশ মেনে ১ সেপ্টেম্বর থেকে পথে বেরোনোর কথা মাথায় রাখতে হবে মোটরবাইক চালক ও আরোহীদের।

Advertisements