Cyclone Mocha Helpline Number : পূর্বাভাস অনুযায়ী দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে (Bay of Bengal) একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং সেই ঘূর্ণাবর্ত রবিবার নিম্নচাপে পরিণত হবে। ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হওয়ার পর সোমবার তা গভীর নিম্নচাপ এবং মঙ্গলবার ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এই ঘূর্ণিঝড়ের নাম হবে মোকা (Mocha)।
বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার প্রবল আশঙ্কা দেখা দিয়েছে সেই ঘূর্ণিঝড় ঠিক কোন দিকে যাবে অর্থাৎ কোথায় আছড়ে পড়বে তা সম্পর্কে এখনো পর্যন্ত স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি। এই ঘূর্ণিঝড়ের গতিপথ স্পষ্টভাবে তখনই বোঝা যাবে যখন তা নিম্নচাপে পরিণত হবে। হাওয়া অফিসের তরফ থেকে রবিবার গতিপথ সম্পর্কে আভাস দেওয়া হবে বলে জানানো হয়েছে।
তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব ওড়িশা উপকূলে পড়বে এমনটাই আশঙ্কা সবচেয়ে বেশি। তবে শুধু ওড়িশা নয়, এর পাশাপাশি পশ্চিমবঙ্গের উপকূলগুলিও সুতোই ঝুলছে। সেইমতো ওড়িশা প্রশাসনের পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকেও বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এমন পরিস্থিতিতেই সাধারণ মানুষদের কথা মাথায় রেখে বড় উদ্যোগ নিল লালবাজার।
ঘূর্ণিঝড় মোকার আশঙ্কার কথা মাথায় রেখে ইনটিগ্রেটেড কন্ট্রোল রুম চালু করা হচ্ছে লালবাজারে। এই কন্ট্রোল রুম ৭ মে অর্থাৎ রবিবার থেকে চালু হবে বলে জানা গিয়েছে সূত্র মারফৎ। এই কন্ট্রোল রুম ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। ঘূর্ণিঝড়ের কারণে কেউ যদি বিপদে পড়েন তাহলে লালবাজারের কন্ট্রোল রুমের হেল্পলাইন নম্বরে ফোন করে সাহায্য পেতে পারেন।
ইনটিগ্রেটেড কন্ট্রোল রুমের জন্য একটি whatsapp নম্বর দেওয়া হয়েছে। whatsapp নম্বরটি হল 9432610450। এর পাশাপাশি অন্যান্য যে সকল নম্বর দেওয়া হয়েছে সেগুলি হল 2214 1890, 2250 5033, 2250 5044, 2250 5146। এর পাশাপাশি প্রশাসনের তরফ থেকে এই ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য অন্যান্য সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।