Here are many unknown facts about Azim Premji: উইপ্রোর প্রতিষ্ঠাতা আজিম প্রেমজি সম্প্রতি পূর্ণ করলেন ৭৮ বছর। দেশের জনপ্রিয় আইটি কিং নিজের দানধ্যান ও জনহিতৈষী কাজের জন্য বরাবর খুবই বিখ্যাত (Charity of Azim Premji)। মাত্র ২১ বছর বয়সে যখন ব্যবসার হাল ধরেছিলেন তখন তিনি কলেজে পড়তেন। পৈত্রিক সূত্রে পাওয়া সাবানের ব্যবসাকে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। পরবর্তীকালে তিনি প্রতিষ্ঠা করেন ভারতের অন্যতম আইটি কোম্পানি উইপ্রো। বিশেষজ্ঞরা বলেছেন যে, ভারতের মধ্যে সবথেকে বড় মাপের দাতা হলেন আজিম প্রেমজি। ব্লুমবার্গ যে রিপোর্ট পেশ করেছেন সেটা অনুযায়ী, বর্তমানে আজিম প্রেমজির মোট সম্পত্তির পরিমাণ হলো ২.০২ লাখ কোটি টাকা। ভারতের মধ্যে তিনি পঞ্চম ধনী ব্যক্তি।
আজিম প্রেমজির জন্ম হয়েছিল ১৯৪৫ সালে। তাঁর বাবা পেশায় চালের ব্যবসা করতেন। তিনি বার্মার রাইস কিং হিসাবেই বেশি পরিচিত ছিলেন। পরবর্তীকালে আজিম প্রেমজির পরিবার বার্মা অর্থাৎ মায়ানমার থেকে ভারতে এসে গুজরাটে চালের ব্যবসা শুরু করেন। ছোট থেকেই ব্যবসায়ী পরিবারে বড় হয়েছেন তিনি। আজিমের বাবাকে ১৯৪৫ সালে চালের ব্যবসা বন্ধ করতে হয় এবং ওই বছরই জন্ম হয়েছিল আজিম প্রেমজির।
মহম্মদ হাশিম প্রেমজি অর্থাৎ আজিম প্রেমজির বাবা চালের ব্যবসা বন্ধ করে ওয়েস্টার্ন ইন্ডিয়ান ভেজিটেবল প্রোডাক্টস লিমিটেড নামে একটি কোম্পানির প্রতিষ্ঠা করেন। বিভিন্ন উদ্ভিজ্জ তেল এবং লন্ড্রি সাবান এই কোম্পানি থেকে বিক্রি করা হত। বাবার মৃত্যু হলে মাত্র ২১ বছর বয়সেই আজিম প্রেমজিকে বাবার ব্যবসার হাল ধরতে হয়েছিল। কিন্তু তিনি কখনোই হাল ছাড়েননি। এমনকি কোম্পানির শেয়ার হোল্ডারদের সাথে মতানৈক্য হয়েছিল আজিমের। সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে একজন দক্ষ ক্যাপ্টেনের মতোই নিজের কোম্পানিকে এগিয়ে নিয়ে গেছেন তিনি। তার দান ধ্যান সম্পর্কে আজ গোটা বিশ্ব জানে (Charity of Azim Premji)।
ব্যবসা যখন উন্নত ও সমৃদ্ধশালী হয় তখন তিনি কোম্পানির নাম পরিবর্তন করে রাখেন উইপ্রো। উইপ্রো ১৯৮০ সালের পর থেকে একটি আমেরিকান কোম্পানি সেন্টিনেল কম্পিউটারের সাহায্যে মাইক্রোকম্পিউটার তৈরির কাজ শুরু করে। পরবর্তীকালে আজিম প্রেমজির এই কোম্পানিটি সফ্টওয়্যার তৈরির কাজ শুরু করে। বর্তমান বাজারে উইপ্রোর মার্কেট ভ্যালু রয়েছে ২.১২ লাখ কোটি টাকা। শুধুমাত্র একজন সফল ব্যবসায়ী নয় দানের দিক থেকেও যথেষ্ট বিখ্যাত উইপ্রোর প্রতিষ্ঠাতা (Charity of Azim Premji)।
নিজের উপার্জনের একটা বড় অংশ তিনি দান করে চলেছেন নিঃস্বার্থে (Charity of Azim Premji)। আজিম প্রেমজি ফাউন্ডেশনের নামে ৬০ শতাংশের বেশি শেয়ার দিয়ে দিয়েছেন তিনি। এই আজিম প্রেমজি ফাউন্ডেশন এর মূল কাজ হলো দেশের একাধিক রাজ্যে স্কুল শিক্ষা থেকে শুরু করে আরও অনেক কাজে নিযুক্ত থাকা। জানলে অবাক না হয়ে পারবেন না যে, আজিম প্রেমজি ২০১৯ থেকে ২০২০ সালে দাতব্য কাজের জন্য প্রতিদিন দান করেছেন প্রায় ২২ কোটি টাকা, তাহলে মোট হয় ৭,৯০৪ কোটি টাকা। একটি রিপোর্টের মাধ্যমে জানা যায় যে, আজিম প্রেমজি গত আর্থিক বছরে আজিম প্রেমজি শুধু দান করেছেন ৪৮৪ কোটি টাকা।