বছরের শেষেই সূর্যগ্রহণ, ভারতের কোন কোন জায়গায় দেখতে পাবেন?

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : এ বছরের একেবারে শেষপ্রান্তে গোটা ভারতবর্ষে দেখতে পাবে সূর্য গ্রহণ। আগামী ২৬ শে ডিসেম্বর এই সূর্যগ্রহণ দেখা যাবে ভারতজুড়ে। এই অসামান্য মহাকাশীয় ঘটনাটি ভারত থেকে দেখতে পাওয়া যাবে বলে উৎসাহীদের জন্য সুখবর। এছাড়াও সৌদি আরব, সুমাত্রা ও বোর্নিও থেকেও দেখা যাবে এই সূর্যগ্রহণ।

জানা গিয়েছে, এই সূর্যগ্রহণ পূর্ণগ্রাস নয়, এটি বলয়াকার। এই বলয়াকার সূর্যগ্রহণ ‘আগুনের বলয়’ বা ‘ আগুনের আংটি ‘ নামে অভিহিত। ভারতের কেরালার চেরুভাথুর থেকে এই সূর্যগ্রহণ সবচেয়ে ভাল ভাবে দেখা যাবে বলে জানা গিয়েছে। তবে ভারতের অন্যান্য অংশ থেকেও এই গ্রহণ দেখা যাবে।

সূর্য কখন একটি জ্যোতির্বিজ্ঞানীয় ঘটনা। চাঁদ যখন নিজের কক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবী ও সূর্যের মাঝখানে আসে, তখন পৃথিবীর উপর একটি চাঁদের ছায়া পড়ে। সূর্যগ্রহণ আংশিক বা পূর্ণগ্রহণ দু রকমেরই হয়।