Vande Bharat Sleeper Coach: বন্দে ভারত স্লিপার কোচের প্রথম লুক প্রকাশ্যে আসার পর থেকেই ট্রেনযাত্রীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়েছে। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে অর্থাৎ আইসিএফ (ICF) কোচ হওয়ায় এই কোচগুলোতে আরামদায়ক এবং বিলাসবহুল ভ্রমণের সমস্ত রকম সুযোগ সুবিধা রয়েছে। কোচগুলি দূরপাল্লার যাত্রীদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। স্লিপার কোচগুলোতে ধূসর ও হলুদ রঙের সুন্দর মেলবন্ধন রয়েছে, যা অভ্যন্তরীণ ডিজাইনকে আরো আকর্ষণীয় করে তুলেছে।
এই অত্যাধুনিক কোচগুলির বিশেষত্বের মধ্যে উল্লেখযোগ্য হলো এটির ভিতরের পরিবেশ সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। ভারতীয় রেলের বাথরুম সম্পর্কে প্রায়শই যাত্রীদের উষ্মা প্রকাশ করতে দেখা যায়। কোচগুলিকে বানানোর সময়ে এই দিকটাতেও বিশেষভাবে নজর দেওয়া হয়েছে। বন্দে ভারত স্লিপার কোচে (Vande Bharat Sleeper Coach) টাচ-ফ্রি বায়ো ভ্যাকুম টয়লেট, যা যাত্রীদের স্বাস্থ্যকর ও সুরক্ষিত ভ্রমণ অভিজ্ঞতা প্রদান করবে। প্রতিটি ট্রেনে ১৬টি কামরা রাখা হয়েছে, যা সর্বমোট ৮২০ জন যাত্রীকে বহন করতে সক্ষম। কোচগুলি প্রতি ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতিতে চলবে, যা যাত্রীদের দ্রুত এবং আরামদায়ক যাত্রা নিশ্চিত করবে।
আরো পড়ুন: লোয়ার বার্থের টিকিট পেতে চান, এই ভাবে টিকিট কাটলে একটিও মিস হবে না
বন্দে ভারত স্লিপার কোচের আরেকটি বিশেষ সুবিধা হলো সেন্সর-অ্যাক্টিভেটেড দরজা এবং ফ্লাইট স্টাইল অ্যাটেনডেন্স সিস্টেম। দরজার সামনে যাত্রীরা গেলে স্বয়ংক্রিয়ভাবে দরজা খুলে যাবে। এছাড়া, প্রতিটি কোচে একটি টক-ব্যাক ইউনিটও থাকবে, যা কোনো রকম প্রয়োজনের সময়ে ট্রেনের অ্যাটেনডেন্টদের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করবে। এই সিস্টেমটি বিমানের মতো জরুরি ভিত্তিতে সুরক্ষা প্রদানের ব্যবস্থা করবে, যা বন্দে ভারত স্লিপার কোচে (Vande Bharat Sleeper Coach) যাত্রীদের যাত্রাকে আরও সহজ করবে।
আরো পড়ুন: ডেডিকেটেড ফ্রেট করিডর (ডিএফসি) প্রকল্পের মাধ্যমে কি নতুনত্ব এলো ভারতীয় রেল পণ্য পরিবহনে?
যাত্রীদের সুবিধার্থে আসনগুলো বিলাসবহুলভাবে তৈরি করা হয়েছে। এতে মসৃণ ও আরামদায়ক উপকরণ ব্যবহৃত হয়েছে, যা ভ্রমণকে স্বাচ্ছন্দ্যময় আরও করে তুলবে। এছাড়া, প্রত্যেক সিটের সাথে যাত্রীদের জন্য পারসোনাল চার্জিং পোর্ট দেওয়া হয়েছে এবং সেই সাথে বিনোদনের জন্য থাকছে ইলেকট্রনিক স্ক্রিন রয়েছে। এটি দূরপাল্লার যাত্রাকে আরও মসৃণ ও আনন্দদায়ক করে তুলবে।
This is the new look of Vande Bharat Sleeper! 🚆
More luxurious, more comfortable, faster, and packed with world-class amenities. Get ready to elevate your travel experience by the New Year! pic.twitter.com/yGZjUCpW5E
— Satya Kumar Yadav (@satyakumar_y) October 26, 2024
বন্দে ভারত স্লিপার কোচগুলি (Vande Bharat Sleeper Coach) এমন ভাবে তৈরি করা হয়েছে যে সর্বোচ্চ গতিতেও দুলবে না। যার চলন্ত ট্রেনের মধ্যে বসেও বোঝা যাবে না যে ট্রেন্টি চলছে। এই নতুন উদ্যোগ ভারতীয় রেলের ভ্রমণ ব্যবস্থাকে একটি নতুন উচ্চতায় পৌঁছে দেবে।