5 Cheapest CNG Car: খরচ বাঁচবে, ঝামেলাও কম! MG কমেটের থেকেও সস্তা এই ৫ CNG গাড়ি

Prosun Kanti Das

Published on:

Advertisements

Here is the list of 5 cheapest CNG cars in India: বর্তমান বাজারে সবচেয়ে কম দামি গাড়ি হল ফোর সিটার ইলেকট্রিক গাড়ি এমজি কমেট। যার দাম মাত্র ৬ লাখ ৯৮ হাজার টাকা। তবে আপনি যদি আরও সস্তায় চারচাকা গাড়ি কিনতে চান তবে সিএনজি গাড়ি আপনার জন্য এক্কেবারে উপযুক্ত। ভারতের সবথেকে সস্তা পাঁচটি সিএনজি গাড়ির (5 Cheapest CNG Car) বিবরণ রইলো আজকের প্রতিবেদনে। সস্তায় গাড়ি কিনতে চাইলে আজকের প্রতিবেদনটি অবশ্যই পুরোটা পড়বেন।

Advertisements
1. মারুতি সুজুকি সেলেরিও

মারুতি সুজুকি সেলেরিও (5 Cheapest CNG Car) গাড়িটি সিএনজি সিলিন্ডার চালিত গাড়িগুলির মধ্যে অন্যতম। প্রতি কেজি হিসেবে ৪৩.৩৪ কিমি মাইলেজ যুক্ত গাড়িটিতে রয়েছে ১ লিটারের পেট্রোল ইঞ্জিন যা ৫৫.২ হর্সপাওয়ার এবং ৮২ এন এম টর্ক তৈরি করতে পারে। ভারতীয় বাজারে গাড়িটির দাম ৬ লাখ ৭৪ হাজার টাকা।

Advertisements
2. টাটা টিয়াগো

সস্তায় সিএনজি গাড়ি বানানোর দিক থেকে টাটা মোটরসও একেবারেই পিছিয়ে নেই। প্রতি কেজি হিসেবে ২৮.৬ কিমি মাইলেজ যুক্ত টাটা টিয়াগো গাড়িটিতে রয়েছে ১.২ লিটার পেট্রোল ইঞ্জিন যা ৭২.৪৯ হর্সপাওয়ার এবং ৯৫ এন এম টর্ক তৈরি করতে পারে। টাটা মোটরসের তৈরি করা টাটা টিয়াগো (5 most Cheapest CNG Car) গাড়িটির ভারতীয় বাজার দর ৬ লাখ ৫৯ হাজার টাকা।

Advertisements
3. মারুতি সুজুকি ওয়াগনআর

১ লিটারের পেট্রোল ইঞ্জিন যুক্ত গাড়িটি ৫৬.২২ হর্সপাওয়ার এবং ৮২ এনেম টর্ক তৈরি করতে পারে। গাড়িটির মাইলেজ ৩৪.৫ কিমি প্রতি কেজি হিসাবে ভার। ভারতের বাজারে এই সিএনজি গাড়িটির (5 Cheapest CNG Car) দাম ৬ লাখ ৪৫ হাজার টাকা।

আরও পড়ুন ? Ola Solo Electric Scooter: কষ্টের দিন শেষ! এবার স্কুটার চলবে নিজে থেকেই, ওলার যুগান্তকারী আবিষ্কার লঞ্চ হতে চলেছে ভারতে

4. মারুতি সুজুকি এসপ্রেসো

আরো কম দামে গাড়ি কিনতে চাইলে মারুতি সুজুকি এসপ্রেসো গাড়িটি (5 Cheapest CNG Car) যাচাই করে দেখতে পারেন। গাড়িটির দাম মাত্র ৫ লাখ ৯২ হাজার টাকা। এটি মারুতি সুজুকি কোম্পানির আরো একটি হ্যাচব্যাক। গাড়িতে মাইলেজ রয়েছে প্রতি কেজি হিসেবে ৩২.৭৩ কিমি। এক লিটারের পেট্রোল ইঞ্জিন যুক্ত এই গাড়িটিও ৫৬.২২ হর্সপাওয়ার ও ৮২ এনএম টর্ক তৈরি করার ক্ষমতা রাখে।

5. মারুতি সুজুকি অল্টো কে টেন

একসময় মারুতির কে টেন মডেলটি সবথেকে জনপ্রিয় ছিল চার চাকা গাড়ির বাজারে। এই গাড়িটিও ৫৬.২২ হর্সপাওয়ার এবং ৮২ এমএন টর্ক তৈরি করার ক্ষমতা রাখে। গাড়িটির মাইলেজ প্রতি কেজি হিসাবে ৩৩.৮৫ কিমি। বর্তমানে ভারতের সবথেকে সস্তা সিএনজি গাড়ি হিসেবে চিহ্নিত মারুতি সুজুকি অল্টো কে টেনের বর্তমান দাম মাত্র ৫ লাখ ৭৪ হাজার টাকা। তাহলে আর দেরি না করে চটগট নিজের বাড়ির সদস্য করে নিয়ে আসুন পছন্দের সিএনজি গাড়িটিকে।

Advertisements