CNG Car: সিএনজি গাড়ির খোঁজ করছেন, রইল দেশের সেরা সিএনজি গাড়ির খোঁজ

Prosun Kanti Das

Published on:

Advertisements

CNG Car: সিএনজি গাড়ির খোঁজ করছেন, রইল দেশের সেরা সিএনজি গাড়ির খোঁজ। পেট্রোল ডিজেলের বেড়ে চলা দামের কারণে গাড়ি ব্যবহার করা প্রায় বন্ধই করে দিচ্ছেন অনেকেই। এই পরিস্থিতিতে পরিবর্ত জ্বালানি হিসেবে বাজারে এসেছে সিএনজি। বর্তমানে ভারতে জ্বালানি হিসেবে সিএনজির ব্যবহার ব্যপপকহারে বৃদ্ধি পাচ্ছে। পেট্রোল চালিত গাড়ির তুলনায় সিএনজি চালিত গাড়ির (CNG Car) চাহিদা অনেক বেশি। সেই কথা মাথায় রেখে রীতিমতো প্রতিযোগিতায় নেমে পড়েছে গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলি। কে কত কম খরচে সিএনজি গাড়ি বাজারে নিয়ে আসতে পারবে সেই নিয়েই চলছে প্রতিযোগিতা। ইতিমধ্যে একাধিক সিএনজি গাড়ি বাজারে নিয়ে আসা হয়েছে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে। আজকে সেই সমস্ত গাড়ি গুলি সম্পর্কে একটু আলোচনা করা হলো

Advertisements

এই মুহূর্তে খরচ বাঁচাতে বেশিরভাগ মানুষই বেছে নিচ্ছেন সিএনজি গাড়ি (CNG Car)। যারা ৫০ কিলোমিটার বা তারও বেশি সময় গাড়ি চালান তাদের জন্য এই গাড়িগুলি সেরা অপশন হতে পারে। আপনিও যদি সস্তার কোন সিএনজি গাড়ি কেনার অপেক্ষায় থেকে থাকেন তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য খুবই উপকারী। এই প্রতিবেদনে আমরা এমন কয়েকটি সিএনজি গাড়ি সম্পর্কে কথা বলব সেগুলি দামের দিক থেকে অত্যন্ত সস্তা। কিন্তু গুণমানে সেরা। এই গাড়িগুলি আপনাদের হাতে এলে পেট্রোল চালিত গাড়ি চালানোর ইচ্ছেটা আর থাকবে না।

Advertisements

১. মারুতি সুজুকি আল্টো কে ১০

Advertisements

সিএনজি গাড়িগুলির (CNG Car) মধ্যে অন্যতম সেরা পছন্দ মারুতি সুজুকি অলটো কে ১০। বিশেষত ছোট পরিবারের জন্য এই গাড়ি খুবই ভালো। গাড়িটির দাম রাখা হয়েছে মাত্র ৫.৯৬ লাখ টাকা। সিএনজি পরিষেবার পাশাপাশি রয়েছে একটি এক লিটারের পেট্রোল ইঞ্জিন। মাত্র ১ কেজি সিএনজি খরচে ৩৩ কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম এই ফাইভ সিটার গাড়িটি। যাত্রীর নিরাপত্তা ব্যবস্থা সুরক্ষিত করতে গাড়িটিতে বসানো হয়েছে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, এয়ার ব্যাগ এবং আরো বেশ কিছু ফিচার।

২. মারুতি সুজুকি ওয়াগণআর

ভারতীয়দের কাছে অত্যন্ত জনপ্রিয় এই সিএনজি গাড়িটিতে (CNG Car) রয়েছে একটি এক লিটারের পেট্রোল ইঞ্জিন। এছাড়াও এক কেজি সিএনজিতে ৩৪.৪৩ কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম এই গাড়িটি। সংস্থার পক্ষ থেকে গাড়িটির দাম রাখা হয়েছে ৬.৪৪ লক্ষ টাকা। নিরাপত্তার দিক থেকেও গাড়িটি বেশ সুরক্ষিত। গাড়িটিতে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম ছাড়াও রয়েছে এয়ার ব্যাগ এবং ইবিডি সিস্টেম।

৩. মারুতি সুজুকি সেলেরিও

মারুতি সুজুকির তরফ থেকে সিএনজি গাড়ির (CNG Car) যতগুলি মডেল লঞ্চ করা হয়েছে তার মধ্যে সেরা বিকল্প হয়ে উঠতে পেরেছে এই গাড়িটি। গাড়িটির ডিজাইন যেমন আকর্ষণীয় তেমনই আকর্ষণীয় এর ফিচারস। এক লিটার পেট্রোল ইঞ্জিন রয়েছে এই গাড়িটিতেও। এ ছাড়া এক কেজি সিএনজিতে এই গাড়িটিও ৩৪.৪৩ কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম। সুরক্ষা ব্যবস্থার দিক দিয়ে অন্যান্য গাড়িগুলির মতনই বেশ ভালো।

আরো পড়ুন: আপনার গাড়ির নম্বর প্লেটটি কোন রঙের? জানেন কি কোন রঙের নম্বর প্লেটের কী মানে?

৪. টাটা টিয়াগো

এটিও মূলত সিএনজি গাড়ি (CNG Car) হলেও, পেট্রোল এবং সিএনজি উভয় জ্বালানির দ্বারাই এই গাড়ি চালানো সম্ভব। এই গাড়িটিতে একটি ১.২ লিটারের পেট্রোল ইঞ্জিন বসানো রয়েছে। এ ছাড়া ১ কেজি সিএনজির দ্বারা প্রায় ২৬ কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম। গাড়িটিতে ফাইভ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন গিয়ার বক্স বসানো রয়েছে। গাড়িটির দাম রাখা হয়েছে মাত্র ৬.৬৪ লক্ষ টাকা।

৫. হন্ডাই গ্রান্ড আই টেন নোস

তুলনামূলক গাড়িটির দাম একটু বেশি, ৭.68 লক্ষ টাকা। কিন্তু এই গাড়িটি সেরা পছন্দ হতে পারে গ্রাহকের জন্য। এই সিএনজি গাড়িটি (CNG Car) তৈরি করা হয়েছে যাত্রীর কমফোর্ট জোনের কথা মাথায় রেখে। গাড়িটিতে একটি ১.২ লিটারের পেট্রোল ইঞ্জিন রয়েছে। এবং এক কেজি সিএনজিতে গাড়িটি মাইলেজ দিতে পারে ২৭ কিলোমিটার পর্যন্ত।

Advertisements