বাংলাএক্সপি ডেস্কঃ সোশ্যাল মিডিয়ায় সুপরিচিত মুখ হিসাবে দীর্ঘদিন ধরেই জায়গা করে নিয়েছেন হিরো আলম (Hero Alom)। সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় মুখ হিরো আলম আবার ভোটের ময়দানেও বিভিন্ন সময় প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কিন্তু এমন একজন ব্যক্তিকে এবার সবার সামনে কান ধরে উঠবোস করতে হলো। সবার সামনেই তার মান সম্মান মাটিতে মিশল।
রবিবার এমন ঘটনাটি ঘটেছে বগুড়া আদালত চত্বরে। শুধু কান ধরে উঠবোস নয়, পাশাপাশি তাকে মারধর করা হয় বলেও অভিযোগ এবং মারধর করেই তাকে কান ধরে উঠবোস করতে বাধ্য করা হয়। যে ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। তবে প্রশ্ন হল কেন হিরো আলমকে এমন শাস্তি দেওয়া হল?
এমন ঘটনার জন্য হিরো আলম বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপিকেই দায়ী করেছেন। জানা যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ব্যঙ্গ করা হয়েছিল এবং সেই ব্যঙ্গ করার অভিযোগের পরিপ্রেক্ষিতেই এমন শাস্তি দেওয়া হয়েছে হিরো আলমকে। এমন ঘটনায় হিরো আলম ক্ষোভ প্রকাশের পাশাপাশি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত।
আরও পড়ুন : Sayantika Banerjee: দর্শকদের ধামকালেন সায়ন্তিকা, ভাইরাল পুরনো ভিডিও
রবিবার দুপুরবেলায় একটি মামলার পরিপ্রেক্ষিতে বগুড়া আদালতে গিয়েছিলেন তিনি। সেখানেই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এমন ঘটনা ঘটে। ২০১৮ সালের নির্বাচনে বগুড়া-৪ আসনে প্রচারের সময় তাকে মারধর করা হয়েছিল। এর পাশাপাশি গত নির্বাচনে কারচুপি করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এসব নিয়েই মামলা করেছিলেন এবং তারই পরিপ্রেক্ষিতে আদালতে গিয়েছিলেন।
এসবের পরিপ্রেক্ষিতে হিরো আলম রবিবার আদালতে গিয়ে সেখানে যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন সেই সময় অতর্কিতে তার ওপর ৫-৭ জন যুবক হামলা চালান। তারপরই তাকে মারধর করা হয় এবং আদালত চত্বরের বাইরে নিয়ে রাস্তায় কান ধরে উঠবস করানো হয়।