উদ্বোধনের পরেই পিন্ডি চটকে পদ্মা সেতুর গুষ্টি উদ্ধার করলেন হিরো আলম

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পদ্মা সেতু নিয়ে এখন বিশ্ব জুড়ে চলছে আলোচনা। বাংলাদেশ যেভাবে পদ্মার বুকে এই সেতু তৈরি করে দিয়েছে তা নিয়ে গর্বে ভরে উঠেছে তাদের দেশ। দ্বিতল বিশিষ্ট এই সেতু নজির তৈরি করেছে বাংলাদেশ। এই সেতু নিয়ে ইতিমধ্যেই চারদিকে ছড়িয়ে পড়েছে গর্বের ছোঁয়া। তবে এরই মাঝে বারংবার ফুটে উঠছে নানান অপ্রীতিকর ঘটনা। যে সকল ঘটনা বারবার এই সেতুকে শিরোনামে তুলে নিয়ে আসছে।

Advertisements

উদ্বোধনের পরেই এই সেতু দিয়ে মোটরবাইক চলাচলের সময় একটি দুর্ঘটনা ঘটে। যে দুর্ঘটনায় প্রাণ হারান দুই যুবক। যার পরেই সেখানে বন্ধ করে দেওয়া হয় মোটরবাইক চলাচল। তবে এরপরেও নানান ফন্দি এঁটে মানুষদের পারাপার হতে দেখা যাচ্ছে। এর পাশাপাশি কাউকে আবার দেখা যাচ্ছে টিকটক ভিডিও তৈরি করার জন্য নাট বল্টু হাতে ভিডিও তৈরি করতে। এসবের পর এবার হিরো আলম।

Advertisements

গোটা বিশ্বের নজর যখন ঐতিহাসিক এই পদ্মা সেতুর ওপর সেই সময় এই পদ্মা সেতুকে নিয়ে গান বাঁধলেন হিরো আলম। গান বাঁধার পাশাপাশি তিনি তা নিয়ে একটি মিউজিক ভিডিও তৈরি করেছেন। তবে সোশ্যাল মিডিয়ার দর্শকদের অভিযোগ, ঐতিহাসিক এই সেতুকে নিয়ে মিউজিক ভিডিও তৈরি করতে গিয়ে হিরো আলম পিন্ডি চটকে পদ্মা সেতুর গুষ্টি উদ্ধার করে দিয়েছেন।

Advertisements

বেসুরো রবীন্দ্রসংগীত থেকে কেকের গান সবেতেই রয়েছেন হিরো আলম। আর এবার পদ্মা সেতু ও শেখ হাসিনার জয় গান গেয়ে তুমুল ভাইরাল তিনি। তবে বেসুরো হিরো আলমকে নিয়ে ফের কটাক্ষ শুরু করেছেন সোশ্যাল মিডিয়ার দর্শকরা। এমনকি তার বেসুরো গানের কারণে মারাত্মক বিরক্ত বাংলাদেশের একাংশের মানুষ। তাদের অভিযোগ, দেশের সংস্কৃতি নষ্ট করছেন হিরো আলম।

সম্প্রতি হিরো আলমের এই ধরনের গান বন্ধ করার জন্য বাংলাদেশের ঢাকার প্রেস ক্লাবে মানববন্ধনের আয়োজন করে। সংগঠনের তরফ থেকে বলা হয়, হিরো আলম দেশের ভাবমূর্তি নষ্ট করছেন। তাকে অনেকেই অন্যায়ভাবে প্রশয় দিয়েছেন। শুধুই বেসুরো গানই নয়, হিরো আলমের বিরুদ্ধে আরও অনেক অভিযোগ রয়েছে। রবীন্দ্রসঙ্গীত বিকৃত করার অভিযোগে হিরো আলমকে গ্রেফতারের দাবি তোলা হয়েছে।

Advertisements