নিজস্ব প্রতিবেদন : সোশ্যাল মিডিয়া আর হিরো আলম একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে। বাংলাদেশের এই হিরো মানেই সোশ্যাল মিডিয়া স্টার। বিভিন্ন সময় তাকে বিভিন্ন ট্রেন্ডিং টপিকের ওপর ভিডিও বানাতে দেখা যায়। সেইমতো তাকে কাঁচা বাদাম গানে ভিডিও বানাতে দেখা গিয়েছিল, আর এবার তিনি নয়া অবতারে পুষ্পা রূপে।
বাংলাদেশের এই সোশ্যাল মিডিয়া স্টার হিরো আলম যেমনই ভিডিও বানান না কেন সেগুলি বেশ ভাইরাল হতে লক্ষ্য করা যায়। সে হোক না কেন কোন বেসুরো গান অথবা সিনেমা। এসব নিয়ে দর্শকরা নানান রসিকতা করে থাকেন। তবে সেসব রসিকতাকে হিরো আলম সেভাবে পাত্তা দেন না। বরং তিনি তার নিজের ছন্দেই বিভিন্ন ধরনের ভিডিও তৈরী করে থাকেন বিভিন্ন সময়।
দক্ষিণী ছবি পুষ্পা নিয়ে এখন দেশজুড়ে তৈরি হয়েছে উন্মাদনা। সোশ্যাল মিডিয়া জুড়ে এখন এই পুষ্পা গান নিয়ে তৈরি নানান রিল ভিডিও। সেই ট্রেন্ডিংয়ে পা দিয়েই এবার বাংলাদেশের সুপারস্টার হিরো আলম কাঁধে সাইকেল আর পিঠে ব্যাগ নিয়ে তৈরি করলেন একটি ভিডিও। পুষ্পা ছবির জনপ্রিয় গান ‘তেরি ঝলক অসরফি’ গেয়ে রীতিমত ঝড় তুলেছেন হিরো আলম।
হিরো আলমের তৈরি এই ভিডিওটি ইতিমধ্যেই হাফ লাখের কাছাকাছি মানুষ দেখে ফেলেছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে, হিরো আলম নিজের গলায় এই গান যেমন গেয়েছেন ঠিক তেমনি রাতের অন্ধকারে সাইকেল চালিয়ে বেরিয়ে পড়েছেন রাস্তায়। নেশাতুর অবস্থায় পিঠে ব্যাগ নিয়ে তাকে পারফরম্যান্স করছে দেখা গিয়েছে। এমনকি শেষমেষ সেই সাইকেল তিনি কাঁধে চাপিয়ে বয়ে নিয়ে যাচ্ছেন।
দিন কয়েক আগেই বাংলাদেশের এই হিরো হিরো আলমকে ফেসবুকে ভিডিও আপলোড করে কান্নাকাটি করতে লক্ষ্য করা গিয়েছিল। সেখানে কান্নাকাটি করার পাশাপাশি তিনি আর সিনেমা করবেন না বলে জানিয়েছিলেন। কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন তাকে ইন্ডাস্ট্রিতে বারংবার অপমানিত করা হচ্ছে। তবে তিনি জানিয়েছিলেন সোশ্যাল দর্শকদের জন্য তিনি ভিডিও বানাবেন। সেই কথা মতোই এবার এই ভিডিও বানিয়ে আপলোড করলেন সোশ্যাল মিডিয়ায়।